লর্ডসে অ্যান্ডারসনের একশ

লর্ডসে সেঞ্চুরি করলেই নাম উঠে যায় বিখ্যাত অনার্স বোর্ডে। কত কত ব্যাটসম্যানের নাম খোদাই হয়ে আছে সেই বোর্ডে! তবে একটা জায়গায় কোনো সেঞ্চুরি ছিল না লর্ডসের। অনেক ইতিহাসের সাক্ষী থাকা মাঠে সেই শূন্যতা মেটালেন জিমি অ্যান্ডারসন। প্রথম বোলার হিসেবে পূরণ করেছেন ক্রিকেট তীর্থে উইকেটের শতক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2018, 12:18 PM
Updated : 12 August 2018, 02:27 PM

শুধু এই মাঠেই নয়, টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে এক মাঠে একশ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন অ্যান্ডারসন।

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কাছাকাছি এসে পড়েছিলেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে রোববার মুরালি বিজয়কে আউট করে ছুঁয়েছেন মাইলফলক।

লর্ডসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসনের দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় ইনিংস শুরুর সময় ব্রডের উইকেট এই মাঠে ৭৯টি।

অ্যান্ডারসনের আগে কেবল একজন বোলারই এক মাঠে একশ উইকেট নিতে পেরেছেন। উইকেটের শতক করেছেন তিনি তিনটি ভিন্ন মাঠে। অসাধারণ সেই কীর্তি গড়েছেন মুত্তিয়া মুরালিধরন।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৪ টেস্টে খেলে লঙ্কান স্পিন জাদুকর নিয়েছেন ১৬৬ উইকেট। ক্যান্ডির অ্যাসগিরিয়া স্টেডিয়ামে ১৬ টেস্টে উইকেট তার ১১৭টি; গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫ টেস্টে ১১১টি।

লর্ডসে অ্যান্ডারসনের শততম উইকেট এল ২৩তম টেস্টে। বিজয়ের সেই উইকেটেই টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় পেসার হিসেবে ৫৫০ উইকেট স্পর্শ করেন অ্যান্ডারসন। ৫৬৩ উইকেট নিয়ে ওপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা।