লর্ডসে অ্যান্ডারসনের একশ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018 06:18 PM BdST Updated: 12 Aug 2018 08:27 PM BdST
লর্ডসে সেঞ্চুরি করলেই নাম উঠে যায় বিখ্যাত অনার্স বোর্ডে। কত কত ব্যাটসম্যানের নাম খোদাই হয়ে আছে সেই বোর্ডে! তবে একটা জায়গায় কোনো সেঞ্চুরি ছিল না লর্ডসের। অনেক ইতিহাসের সাক্ষী থাকা মাঠে সেই শূন্যতা মেটালেন জিমি অ্যান্ডারসন। প্রথম বোলার হিসেবে পূরণ করেছেন ক্রিকেট তীর্থে উইকেটের শতক।
শুধু এই মাঠেই নয়, টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে এক মাঠে একশ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন অ্যান্ডারসন।
ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কাছাকাছি এসে পড়েছিলেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে রোববার মুরালি বিজয়কে আউট করে ছুঁয়েছেন মাইলফলক।
লর্ডসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসনের দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় ইনিংস শুরুর সময় ব্রডের উইকেট এই মাঠে ৭৯টি।
অ্যান্ডারসনের আগে কেবল একজন বোলারই এক মাঠে একশ উইকেট নিতে পেরেছেন। উইকেটের শতক করেছেন তিনি তিনটি ভিন্ন মাঠে। অসাধারণ সেই কীর্তি গড়েছেন মুত্তিয়া মুরালিধরন।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৪ টেস্টে খেলে লঙ্কান স্পিন জাদুকর নিয়েছেন ১৬৬ উইকেট। ক্যান্ডির অ্যাসগিরিয়া স্টেডিয়ামে ১৬ টেস্টে উইকেট তার ১১৭টি; গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫ টেস্টে ১১১টি।
লর্ডসে অ্যান্ডারসনের শততম উইকেট এল ২৩তম টেস্টে। বিজয়ের সেই উইকেটেই টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় পেসার হিসেবে ৫৫০ উইকেট স্পর্শ করেন অ্যান্ডারসন। ৫৬৩ উইকেট নিয়ে ওপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ