
মুমিনুলের রেকর্ড গড়া ১৮২
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2018 08:29 PM BdST Updated: 08 Aug 2018 10:10 PM BdST
আয়ারল্যান্ড সফর তার জন্য ওয়ানডে দলে ফেরার দাবি জানানোর সুযোগ। প্রথম দুই ইনিংসে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু এক ইনিংসেই যেন পুষিয়ে দিলেন মুমিনুল হক। খেললেন রেকর্ড গড়া বিধ্বংসী এক ইনিংস।
আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চতুর্থ আনঅফিসিয়াল ওয়ানডেতে বুধবার বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করেছেন ১৩৩ বলে ১৮২ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটিও ছিল নাগালে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডনের হয়ে রকিবুল হাসান করেছিলেন ১৯০ রান। মুমিনুল যখন রান আউট হলেন ১৮২ রানে, ইনিংসের তখনও বাকি ৫ ওভার।
দেশের বাইরে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল ২০০৯ সালে জিম্বাবুয়েতে তামিম ইকবালের ১৫৪ রান।
মুমিনুলের ব্যাটে এদিন রেকর্ড হয়েছে আরও। ডাবলিনে এদিন তার ব্যাটে এসেছে ২৭ চার, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে অনায়াসেই বাংলাদেশের রেকর্ড। ২০১৩ ঢাকা প্রিমিয়ার লিগে নাফিস ইকবালের ২১ চার ছিল আগের রেকর্ড। পাশাপাশি এদিন ৩টি ছক্কাও মেরেছেন মুমিনুল।
তিন নম্বরে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১৫৫। ২০০৭ সালে জাতীয় লিগের ওয়ানডেতে ঢাকার হয়ে খুলনার বিপক্ষে যে ইনিংস খেলেছিলেন মেহরাব হোসেন।
মুমিনুলের রেকর্ড গড়া ইনিংসের পাশে এদিন ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন। ওপেনার জাকির হাসান করেছেন ৭৯ রান। বাংলাদেশ ‘এ’ দল ৫০ ওভারে তুলেছে ৪ উইকেটে ৩৮৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের যা দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চে ঢাকা লিগে আবাহনীর ৩৯৩ রান সর্বোচ্চ।
এই ম্যাচের আগে সিরিজ ১-১ সমতায়। প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- বার্সার বিপক্ষে হেরে ইন্টারের বিদায়
- ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
- বিপিএলে ৭ দলে ৩ বিদেশি অধিনায়ক
- 'খেয়েদেয়ে শক্তি বাড়াও', বাংলাদেশের ক্রিকেটারদেরকে রাসেল
- অনেক শঙ্কা আর কিছুটা সম্ভাবনার বিপিএল
- টিভি সম্প্রচারে ভুল থেকে ‘শিক্ষা নিয়েছে’ বিসিবি
- মিয়ানমারে গণহত্যা বন্ধ করুন: জাতিসংঘ আদালতকে গাম্বিয়া
- জঙ্গিদের ৯০ শতাংশের বেশি আহলে হাদিস: ডিএমপি কমিশনার
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক