অ্যাশলি নার্সকে আইসিসির তিরস্কার

আগের দুই ম্যাচেই নিজের প্রথম ওভারে পেয়েছিলেন উইকেট। এবার উল্টো অভিজ্ঞতা হল অ্যাশলি নার্সের। তার ওপর শুরুতেই চড়াও হলেন লিটন দাস। মেজাজ হারিয়ে বাজে ভাষা ব্যবহার করলেন নার্স। তাই শাস্তি হজম করতে হচ্ছে এই স্পিনারকে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 12:10 PM
Updated : 6 August 2018, 12:10 PM

নার্সকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও জমা হয়েছে তার নামের পাশে। এনিয়ে তার ডিমেরিট পয়েন্ট হলো দুটি। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

ফ্লোরিডায় বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন নার্স। সেই ওভারের শেষ বলে লিটন বাউন্ডারি হাঁকালে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন অফ স্পিনার, যা ধরা পড়ে স্টাম্প মাইকে।

ম্যাচ শেষে আম্পায়াররা অভিযোগ আনেন নার্সের বিরুদ্ধে। ম্যাচ রেফারির কাছে নিজের দায় স্বীকার করেন তিনি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

ফ্লোরিডার লড়ারহিলের এই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ঘরে তোলে বাংলাদেশ।