র্যাঙ্কিংয়ে তামিম-সাকিবের উন্নতি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2018 05:35 PM BdST Updated: 06 Aug 2018 07:21 PM BdST
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ অবদান সাকিব আল হাসান ও তামিম ইকবালের। মাঠে তাদের সাফল্যের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছে দুই বাঁহাতি ব্যাটসম্যান।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ১০৩ রান করেন অধিনায়ক সাকিব। আট ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন সিরিজের সেরা খেলোয়াড়।
আরেক ব্যাটিং ভরসা তামিম সিরিজে করেন ৯৫ রান। ছয় ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন এই ওপেনার।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৩২ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন লিটন দাস। তার ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া বাংলাদেশ ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জেতে ১৯ রানে। তৃতীয় ম্যাচের সেরা এই খেলোয়াড় ২২ ধাপ এগিয়ে আছেন ৭১ নম্বরে। রঙিন পোশাকে নিজের প্রথম ফিফটিতে পৌঁছেছেন ক্যারিয়ার সেরা ৩৫১ রেটিং পয়েন্টে।
সিরিজে বড় স্কোর করতে পারেননি মাহমুদউল্লাহ কিন্তু ৩৫, ১৩* ও ৩২* রানের তিনটি ইনিংসে এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান তিন ধাপ এগিয়ে আছেন ৩৬ নম্বরে।
হাতে চোট পাওয়ায় তৃতীয় ম্যাচে তিন বলের বেশি করতে পারেননি নাজমুল ইসলাম অপু। দ্বিতীয় ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭০ নম্বরে।
-
বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে দেরি
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন