বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে সমতায় আইরিশরা

লক্ষ্য খুব বড় ছিল না। কিন্তু আগের ম্যাচে জ্বলে ওঠা ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ল। হারল তাই বাংলাদেশ ‘এ’ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 05:22 AM
Updated : 6 August 2018, 05:22 AM

তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড উলভস। সমতা ফিরিয়েছে ৫ ম্যাচ সিরিজে।

সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে রোববার আইরিশ ‘এ’ দলকে ২৪৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু নিজেরা গুটিয়ে গেছে ২১১ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরুতেই নাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের নতুন বলের দুই বোলার। ওপেনার জেমস শ্যাননকে শূন্য রানে ফেরান পেসার খালেদ আহমেদ। তিনে নামা হ্যারি টেক্টরকে রানের খাতা খুলতে দেননি বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে নিয়ে তৃতীয় উইকেটে সামাল দেওয়ার চেষ্টা করেন স্টুয়ার্ট টমসন। বালবার্নিকে ২৭ রানে ফিরিয়ে ৪৪ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

আইরিশরা ঘুরে দাঁড়ায় মিডল অর্ডারে। চতুর্থ উইকেটে ১০৩ রানের জুটি গড়েন টমসন ও অ্যান্ডি ম্যাকব্রাইন।

৬৮ রানে ফেরেন টমসন, ম্যাকব্রাইন করেন ৫৯। ২৮ বলে ২৮ রানের ইনিংসে রানের গতি সচল রাখেন শেন গেটকেইট।

এরপর খালেদের দারুণ বোলিং কিছুটা থমকে দিয়েছিল আইরিশদের। তবে গ্রাহাম কেনেডির ১৮ বলে ২৩ রানের ইনিংস দলকে নিয়ে যায় আড়াইশর কাছে।

৪২ রানে ৪ উইকেট নেন খালেদ, লিস্ট ‘এ’ ক্রিকেটে এই পেসারের সেরা বোলিং।

রান তাড়ায় বাংলাদেশ ধুঁকেছে শুরু থেকেই। আগের ম্যাচের নায়ক জাকির হাসান এবার ফেরেন ৮ রানেই।

আরেক ওপেনার সাইফ হাসান আবারও ছিলেন ভীষণ মন্থর। আগের ম্যাচে ৭৪ বলে ৩৭ রানের পর এবার ৭০ বলে ৩৪।

তিনে নেমে অধিনায়ক মুমিনুল হক ফিরেছেন ৬৬ বলে ৪৬ করে। মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুন, আল আমিনরা থিতু হয়েও খেলতে পারেননি বড় ইনিংস।

শেষ দিকে সাইফ উদ্দিনের ২৭ বলে ২৭ ও সানজামুল ইসলামের ২৩ বলে ২৬ রানের ইনিংসে বাংলাদেশ কমায় ব্যবধান।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড উলভস: ৪৯.৩ ওভারে ২৪৫ (বালবার্নি ২৭, শ্যানন ০, টেক্টর ০, টমসন ৬৯, মাকব্রাইন ৫৮, গেটকেইট ২৮, টাকার ২, কেইন ৭, কেনেডি ২৩, গার্থ ১৫, ম্যাককার্থি ৩*; খালেদ ১০-১-৪২-৪, সানজামুল ১০-২-৪১-২, আল আমিন ৩-০-২৫-০, সাইফ উদ্দিন ১০-০-৫৬-২, শরিফুল ৮.৩-২-৪০-১, সাইফ ৮-০-৩১-১)।

বাংলাদেশ ‘এ’: ৪৬.৩ ওভারে ২১১ (সাইফ ৩৪, জাকির ৮, মুমিনুল ৪৬, মিঠুন ২৩, আল আমিন ২২, ফজলে রাব্বি ৯, সোহান ০, সাইফ উদ্দিন ২৭, সানজামুল ২৩, শরিফুল ১১, খালেদ ০; ম্যাকব্রাইন ৩/৩৭, কেইন ৪/২৪, ম্যাককার্থি ৩/৩৭, কেনেডি ০/৩৬, গার্থ ০/৬৬, গেটকেইট ০/১০)।

ফল: আয়ারল্যান্ড উলভস ৩৪ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-১ সমতা