আবু হায়দারের শাস্তি

একাদশে ফিরে দারুণ বোলিং করেছেন। দলও জিতেছে। তবে এই ম্যাচেই শাস্তি হজম করতে হচ্ছে আবু হায়দারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাজে ভাষা ব্যবহারের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। পাশাপাশি পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 09:46 AM
Updated : 5 August 2018, 01:46 PM

ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় চতুদর্শ ওভারের ঘটনা সেটি। ওই ওভারে রভম্যান পাওয়েলের ব্যাটে দুটি ছক্কা হজম করেন আবু হায়দার। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আম্পায়ারের আগে একবার সতর্ক করলেও পাওয়েল ছক্কা মারার পর আবার ‘অনুপযোগী’ ভাষা ব্যবহার করবেন আবু হায়দার।

ম্যাচ শেষে আম্পায়াররা অভিযোগ আনে বাঁহাতি পেসারের বিরুদ্ধে। ম্যাচ রেফারির কাছে নিজের দায় স্বীকার করেন তিনি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শেষ ওভারে দুটি ছক্কার আগ পর্যন্ত দারুণ বোলিং করেছেন আবু হায়দার। সব মিলিয়ে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৬।

ফ্লোরিডার লডারহিলের এই ম্যাচ ১২ রানে জিতে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।