কোহলিকে ছাপিয়ে শেষের নায়ক স্টোকস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018 06:22 PM BdST Updated: 04 Aug 2018 06:36 PM BdST
ভারতকে ডাকছিল ইতিহাস। বিরাট কোহলির সামনে সুযোগ ছিলো ইতিহাসের নায়ক হওয়ার। হলো না কিছুই। চতুর্থ সকালে দুর্দান্ত বোলিংয়ে শেষের ভাগ্য গড়ে দিলেন বেন স্টোকস। নিজেদের হাজারতম টেস্ট ইংল্যান্ড স্মরণীয় করে রাখল দারুণ জয়ে।
এজবাস্টন টেস্টে ভারতকে ৩১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ৫ ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০তে।
ভারতের হারে অক্ষত থাকল এই মাঠে ইংল্যান্ডের রেকর্ড। ১৭ বারের চেষ্টায়ও এখানে ইংলিশদের টেস্টে হারাতে পারল না উপমহাদেশের কোনো দল।

দিনের প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসন ফেরান দিনেশ কার্তিককে। তবে কোহলি ছিলেন বলে ছিল ভারতের আশা। হার্দিক পান্ডিয়া দারুণ ভাবে সঙ্গ দিচ্ছিলেন কোহলিকে। তখনই মঞ্চে আবির্ভাব স্টোকসের।
অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দুই পাশ থেকে টানা ১০ ওভার বোলিং করার পর বল হাতে পান স্টোকস। তৃতীয় বলেই ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ কোহলি।
প্রথম ইনিংসে বীরোচিত ১৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫১, কোহলি ফেরার সময় দাঁড়িয়ে অভিবাদন জানায় গোটা এজবাস্টন। কিন্তু ভারত অধিনায়ক হয়তো জানতেন, তার সঙ্গেই মাঠ ছাড়ছে ভারতের আশা!
ওই ওভারেই মোহাম্মদ শামিকে ফেরান স্টোকস। ব্যাটের কানায় লেগে দুটি চার পাওয়া ইশান্ত শর্মা এলবিডব্লিউ আদিল রশিদের গুগলিতে।

দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট, প্রথম ইনিংস ২৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ রানের মহামূল্য ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্যাম কারান।
দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে, লর্ডসে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৭
ভারত ১ম ইনিংস: ২৭৪
ইংল্যান্ড ২য় ইনিংস: ১৮০
ভারত ১ম ইনিংস:(লক্ষ্য ১৯৪) ৫৪.২ ওভারে ১৬২ (আগের দিন ১১০/৫)(কোহলি ৫১, কার্তিক ২০, পান্ডিয়া ৩১, শামি ০, ইশান্ত ১১, উমেশ ০*; অ্যান্ডারসন ২/৫০, ব্রড ২/৪৩, স্টোকস ৪/৪০, কারান ১/১৮, রশিদ ১/৯)।
ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: স্যাম কারান
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক