বাংলাদেশ ‘এ’ দলের জয়ে উজ্বল জাকির-ফজলে রাব্বি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018 12:37 AM BdST Updated: 04 Aug 2018 12:37 AM BdST
দেশের মাটিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে জাকির হাসান ছিলেন বিবর্ণ। আয়ারল্যান্ড সফরে জ্বলে উঠলেন প্রথম সুযোগেই। ঝড়ো ফিফটি উপহার দিলেন ফজলে মাহমুদ রাব্বি। দল পেল তিনশর কাছাকাছি রান। এরপর বোলারদের দারুণ পারফরম্যান্সে ধরা দিল বড় জয়।
দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে আয়ারল্যান্ড উলভসকে ৮৭ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ।’ এগিয়ে গেছে ৫ ম্যাচের সিরিজে। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার বাংলাদেশ ‘এ’ ৫০ ওভারে করেছিল ২৮৯ রান। উলভস অলআউট হয় ২০২ রানে।

ওপেনার জাকির হাসানের ব্যাট থেকে আসে ৯২ বলে ৯২ রান। সাইফ হাসানের সঙ্গে তার উদ্বোধনী জুটি দলকে গড়ে দেয় বড় স্কোরের ভিত।
যদিও জাকির ও সাইফের ব্যাটে ছিল দুই রকম সুর। জাকির যেখানে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন, সাইফ সেখানে ৩৭ রান করতে খেলেন ৭৪ বল।
জাকিরের ব্যাট উত্তাল ছিল বলেই দলের রান রেট ছিল ভালো। ২৬তম ওভারে যখন সাইফ আউট হলেন, উদ্বোধনী জুটিতে উঠেছে তখন ১৩৯ রান।
জাকির আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু ৮ চার ও ৩ ছক্কায় ৯২ করে বাঁহাতি ব্যাটসম্যান বোল্ড হয়েছেন পিটার চেইসের বলে।

দ্রুত কয়েকটি উইকেট হারানোয় মাঝে একটু কমে যায় রানের গতি। তবে শেষ দিকে আবার জোয়ার আসে আল আমিন ও ফজলে রাব্বির ব্যাটে। ৫ চার ও ১ ছ্কায় ৪৯ বলে ৪৭ করেছেন আল আমিন।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি ইনিংস খেলার সুযোগ পেয়ে ফজলে রাব্বি করেছিলেন ৫৯ রান। বাঁহাতি ব্যাটসম্যান এবার করেছেন ৫৩। ৪১ বলের ইনিংসে চার মেরেছেন ৫টি, ছক্কা ১টি।
রান তাড়ায় আইরিশরা পথ হারায় শুরুতেই। দুই ওপেনারকে ফেরান পেসার সৈয়দ খালেদ আহমেদ। নতুন বলে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ফেরান আইরিশদের বড় ভরসা তিনে নামা অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। ১৪ রানের মধ্যে হারিয়ে বসে তারা ৩ উইকেট।

এরপর আইরিশদের লড়াই ছিল কেবল ব্যবধান কমানোর। ছয়ে নেমে শেন গেটকেইট দুটি করে চার ও ছক্কায় করেন ৩৮। আটে নামা টাইরন কেইন ৩টি করে চার ও ছক্কায় ৪০ বলে করেন ৪৯। আইরিশরা থমকে যায় দুইশ পেরিয়ে।
নতুন বল হাতে নেওয়া খালেদ ও সানজামুল নিয়েছেন দুটি করে উইকেট। পরে দুটি নিয়েছেন অলরাউন্ডার সাইফ উদ্দিনও। তবে ৩টি উইকেট নিয়ে সফলতম বোলার তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৮৯/৬ (সাইফ ৩৭, জাকির ৯২, মুমিনুল ২৩, মিঠুন ০, আল আমিন ৪৭, ফজলে রাব্বি ৫৩, সোহান ৫*; চেইস ৩/৬৩, কেইন ৩/৬৭, টমসন ০/৩১, ডেলানি ০/৪২, গার্থ ০/৩৬, গেটকেইট ০/১৫, টেক্টর ০/৩০)।
আয়ারল্যান্ড উলভস: ৪৬.৩ ওভারে ২০২ (শ্যানন ৬, ম্যাককলাম ৫, বালবার্নি ০, টমসন ২৩, টেক্টর ২৩, গেটকেইট ৩৮, টাকার ২১, কেইন ৪৯, গার্থ ২১, ডেলানি ৩*, চেইস ৫; খালেদ ৯-০-২৭-২, সানজামুল ১০-২-৩৫-২, শরিফুল ৯-২-৪০-৩, সাইফ উদ্দিন ৮.৩-০-৩৪-২, মুমিনুল ২-০-২৩-০, ফজলে রাব্বি ৮-০-৩৯-১)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৮৭ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ১-০তে এগিয়ে
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন