রুবেলকে আইসিসির তিরস্কার

ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ক্রিস গেইলের উইকেট। ৪৯তম ওভারে চাপের মধ্যে দুর্দান্ত বোলিং। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের ম্যাচে যথেষ্টই অবদান রেখেছেন রুবেল হোসেন। তবে এই ম্যাচে প্রতিপক্ষের ক্রিকেটারকে কটু কথা বলায় শাস্তিও হজম করতে হচ্ছে বাংলাদেশের পেসারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2018, 09:12 AM
Updated : 29 July 2018, 09:13 AM

রুবেলকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও জমা হয়েছে তার নামের পাশে।

ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় ২৮তম ওভারের ঘটনা সেটি। শিমরন হেটমায়ারের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হলে রুবেল কটু কথা বলেন যা আইসিসির মতে ‘অনুপযুক্ত’। স্টাম্প মাইকে ধরা পড়ে রুবেলের সেই কথা।

ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে নিজের দায় মেনে নেন রুবেল। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এই নিয়ে রুবেলের ডিমেরিট পয়েন্ট এখন দুটি। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রুবেল।