শ্রীলঙ্কা ওয়ানডে দলে নতুন মুখ প্রভাত জয়াসুরিয়া

ঘরোয়া ক্রিকেটে টানা ভালো করে যাওয়ার পুরস্কার পেয়েছেন প্রভাত জয়াসুরিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। ১৫ সদস্যের দলে তিনিই একমাত্র নতুন মুখ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 10:06 AM
Updated : 25 July 2018, 10:06 AM

পাঁচ ম্যাচ সিরিজের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। গত জানুয়ারিতে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বে ফিরেন তিনি। নতুন মেয়াদ শুরুর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি।

ম্যাথিউসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমাল প্রথম চার ম্যাচে নিষিদ্ধ। তাকে দলে রাখেননি নির্বাচকরা।

শ্রীলঙ্কার সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন দুশমন্থ চামিরা, আসেলা গুনারত্নে, নুয়ান প্রদিপ ও শেহান মাধুশঙ্কা। কদিন আগে লঙ্কান বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে টপ অর্ডার ব্যাটসম্যান দানুশ গুনাথিলাকাকে। স্বাভাবিকভাবেই দলে নেই তিনি।

দুই অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া ও দাসুন শানাকা ফিরেছেন দলে। ডাক পেয়েছেন গত মাসে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেক হওয়া পেসার কাসুন রাজিথা।

আগামী রোববার ডাম্বাবুলায় প্রথম ওয়ানডে।

শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দাসুন শানাকা, কুসল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, থিসারা পেরেরা, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, আকিলা দনঞ্জয়া, প্রভাত জয়াসুরিয়া, লাকশান সান্দাকান, শেহান জয়াসুরিয়া।