সীমিত ওভারের ক্রিকেটে নির্বাচকদের ভাবনায় মুমিনুল

চার বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি দলে নেই মুমিনুল হক। তিন বছরের বেশি সময় ধরে দেশের হয়ে খেলেন না ওয়ানডে। তবে বাঁহাতি ব্যাটসম্যান এখনও সীমিত ওভারের ক্রিকেটে নির্বাচকদের ভাবনায় আছেন। আয়ারল্যান্ড সফরে মুমিনুলের ওপর নজর থাকবে মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশারের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 01:45 PM
Updated : 23 July 2018, 01:45 PM

আয়ারল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল। অন্যতম নির্বাচক হাবিবুল মনে করেন, সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ দারুণ একটি সুযোগ মুমিনুলের সামনে।   

“মুমিনুল অধিনায়ক হিসেবে যাচ্ছেন। মুমিনুল আমাদের চিন্তা ভাবনার মধ্যে সব সময় আছে। যদিও (ওয়েস্ট ইন্ডিজে) টেস্ট সিরিজে প্রত্যাশামতো খেলতে পারেনি।”

“মুমিনুল সম্পর্কে আমরা সবাই জানি। এখানে তাকে আরেকবার সুযোগ করে দেওয়া। কারণ, এখানে পাঁচটি ওয়ানডে ও তিনাট টি-টোয়েন্টি আছে। ম্যাচে মুমিনুলকে দেখার সুযোগ পাবো।”

আগামী বছর ইংল্যান্ডে হবে বিশ্বকাপ। তার আগে কাছাকাছি কন্ডিশনে ক্রিকেটাররা কেমন করে দেখে নিতে চান নির্বাচকরা।

“সামনে ইংল্যান্ডের মাঠে বিশ্বকাপ। আমাদের মাথায় সেটা খুব ভালো করেই আছে। সেখানে যদি আমাদের কাউকে দরকার হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারবো। মোটামুটি একই ধরনের কন্ডিশন।”