বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে অধিনায়ক মুমিনুল

বাংলাদেশের ওয়ানডে দলে মুমিনুল হকের না থাকা গত ৩ বছর ধরেই দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত এক প্রসঙ্গ। রঙিন পোশাকে ফেরার দাবিটা এবার সরাসরি জানানোর সুযোগ পাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে মুমিনুলকে। আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্বও দেবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 06:52 AM
Updated : 23 July 2018, 06:52 AM

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের ধারাবাহিকতায় আয়ারল্যান্ড সফরের ‘এ’ দলেও আছেন সৌম্য সরকার। আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে থাকবেন সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি সিরিজে তিনিই অধিনায়ক।

আয়ারল্যান্ডে ৫টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আগামী শনিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল।

মুমিনুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত পারফর্ম করলেও আর সুযোগ মেলেনি রঙিন পোশাকে। আরেকটি বিশ্বকাপ যখন বছরখানেকের দূরত্বে, মুমিনুলের বড় সামনে বড় সুযোগ নিজেকে প্রমাণের।

সুযোগ সৌম্যর জন্যও। প্রতিভাবান এই ব্যাটসম্যান জায়গা হারিয়েছেন টেস্ট ও ওয়ানডে দলে। তাকে ফর্মে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচকেরা। লঙ্কানদের বিপক্ষে সিরিজ তার ভালো কাটেনি একদমই। নিজেকে ফিরে পাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছেন আয়ারল্যান্ডে।

দলে উল্লেখযোগ্য নাম আছে আরও তিনটি। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা পেসার তাসকিন আহমেদ সুযোগ পেয়েছে ‘এ’ দলে। আছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে খেলে আসা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের দলেও থাকা নাজমুল হোসেন শান্ত।

বাকিদের সবাই ছিলেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে। তবে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচের দলে নাটকীয়ভাবে ডাক পাওয়া স্পিনার সোহাগ গাজী নেই আয়ারল্যান্ড সফরে।

১ অগাস্ট শুরু হবে ৫ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ। ১৩ অগাস্ট থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (ওয়ানডে সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।