আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত গুনাথিলাকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্টেই করেছেন জোড়া ফিফটি। কিন্তু এই টেস্ট শেষেই আপাতত থমকে যাবে দানুশকা গুনাথিলাকার ক্যারিয়ার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই লঙ্কান ব্যাটসম্যানকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 08:32 PM
Updated : 22 July 2018, 08:38 PM

কি কারণে এই নিষেধাজ্ঞা, সেটির বিস্তারিত জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান বোর্ড জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুনাথিলাকার শাস্তির পরিমাণ চূড়ান্ত হবে টেস্ট শেষে আরও তদন্তের পর। ততদিন চলতি টেস্টের ম্যাচ ফিও স্থগিত থাকবে বাঁহাতি ব্যাটসম্যানের।

শৃঙ্খলাজনিত সমস্যায় আগেও আলোচনায় উঠে এসেছেন গুনাথিলাকা। গত বছর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় রঙিন পোশাকের ছয়টি ম্যাচে নিষিদ্ধ করা হয়েছিল তাকে। বাদ দেওয়া হয়েছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে। পরে নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছিল তিন ম্যাচে।

গত জানুয়ারিতে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজেও আচরণবিধি ভেঙে পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্ট। তবে এবার তার বিপদ আরও অনেক বেশি।