সাদা আর রঙিনে মন্থরতম তামিম

এক সময় তিনি ছিলেন দেশের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যানের একজন। সময় আর অভিজ্ঞতায় সেটা বদলেছে বটে, তার পরও তার ব্যাটে প্রায়ই ছোটে স্ট্রোকের ফোয়ারা। সেই তামিম ইকবালের ব্যাটেই এখন দুই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 07:24 PM
Updated : 23 July 2018, 08:25 AM

টেস্টে বাংলাদেশের মন্থরতম সেঞ্চুরির রেকর্ড বেশ অনেক দিন থেকেই তামিমের। রোববার গড়েছেন ওয়ানডেতে সবচেয়ে শ্লথ সেঞ্চুরির রেকর্ডও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গায়ানায় ১৬০ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংসের পথে সেঞ্চুরি করেছেন ১৪৬ বলে।

২০০৬ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার নাফীসের ১৪৩ বলে সেঞ্চুরি ছিল আগের রেকর্ড।

টেস্টের মন্থরতম সেঞ্চুরির রেকর্ড তামিম করেছিলেন ২০১৪ সালের নভেম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে সেঞ্চুরি করেছিলেন ৩১২ বলে।

তামিম তখন ভেঙেছিলেন তার বড় ভাই নাফিস ইকবালের রেকর্ড। ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের পথে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বাঁচানো সেঞ্চুরিটি নাফিস করেছিলেন ৩০৯ বলে।

তবে শুধু মন্থরতমই সব নয়। সেঞ্চুরির রেকর্ডে তামিমের ব্যাটিংয়ের আরেকটি দিকও খোদাই হয়ে আছে উজ্জ্বল হয়ে। টেস্টে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তামিমের। ২০১০ সালে লর্ডস সেই স্মরণীয় সেঞ্চুরিটি স্পর্শ করেছিলে ৯৪ বলে।