সানজামুলের ৪ উইকেটের পর বৃষ্টির হানা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2018 06:47 PM BdST Updated: 22 Jul 2018 06:47 PM BdST
দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিলেন সানজামুল ইসলাম। শ্রীলঙ্কা ‘এ’ দল আটকে গেল আড়াইশর নিচে। বাংলাদেশ ‘এ’ দলের সামনে ছিল সিরিজ জয়ের সুযোগ। কিন্তু সেই চেষ্টাই করা গেল না। বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল সব রোমাঞ্চ।
বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ শেষ হলো কোনো ফল ছাড়াই। বৃষ্টিতে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ করেছিল ৯ উইকেটে ২৪০। বাংলাদেশ ‘এ’ দল বিনা উইকেটে ১২ করার পর বৃষ্টিতে আর হতে পারেনি খেলা।
আগের দুই ম্যাচে দুই দলেরই ছিল একটি করে জয়। সিরিজ তাই হয়েছে ড্র।
টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ম্যাচের দ্বিতীয় ওভারে হারায় উপুল থারাঙ্গাকে। তবে দ্বিতীয় উইকেটে ১৩০ রানের জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা ও আশান প্রিয়াঞ্জন।
৮৩ বলে ৭৫ রান করা সামারাবিক্রমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন খালেদ আহমেদ। ৫৩ রান করা প্রিয়াঞ্জনকে পরের ওভারে ফেরান সানজামুল। পরের দুই ওভারে ধরা দেয় আরও দুটি উইকেট। ২ রানের মধ্যে লঙ্কানরা হারায় ৪ উইকেট!
সেখান থেকে লঙ্কানদের টেনে নেন আবার থিসারা পেরেরা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবার করেন ৪৪ রান। লোয়ার অর্ডারে আবারও ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শেহান মাদুশঙ্কা।
২৪ রানে ৪ উইকেট নেন সানজামুল, লিস্ট ‘এ’ ক্রিকেটে এই বাঁহাতি স্পিনারের পঞ্চম ৪ উইকেট। ১ উইকেট নিলেও তরুণ অফ স্পিনার নাঈম হাসান ৭ ওভারে রান দন মাত্র ২৮।
লক্ষ্য খু্ব বড় ছিল না। সিরিজ জয়ের হাতছানি ছিল বাংলাদেশ দলের সামনে। কিন্তু দুই ওপেনার সাইফ হাসান ও জাকির হাসানকে থামতে হলো বৃষ্টিতে। সেই বৃষ্টিই পরে করে দিয়েছে ম্যাচের ফয়সালা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ‘এ’: ৪৫ ওভারে ২৪০/৯ (সামারাবিক্রমা ৭৫, থারাঙ্গা ১, প্রিয়াঞ্জন ৫৩, জয়াসুরিয়া ১, শানাকা ১, শাম্মু ১৫, থিসারা ৪৪, মাদুশঙ্কা ২৯, উদানা ২, পুস্পকুমারা ৯*, পেইরিস ১*; খালেদ ৮-১-৪২-২, শরিফুল ৮-০-৬৩-১, সানজামুল ৭-১-২৪-৪, সৌম্য ৫-০-২৬-০, ফজলে রাব্বি ৫-০-৩৫-০, আরিফুল ৫-০-২১-০, নাঈম ৭-০-২৮-১)।
বাংলাদেশ ‘এ’: ৩.৪ ওভারে ১২/০ (সাইফ ১০*, জাকির ১*)
ফল: ম্যাচ পরিত্যক্ত
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ১-১ ড্র
ম্যান অব দা সিরিজ: থিসারা পেরেরা
-
লিটন-সাকিব জুটির ব্যাটিংয়ে লিড পেল বাংলাদেশ
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল