ফখরের ব্যাটে রেকর্ডের বন্যা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2018 02:46 PM BdST Updated: 22 Jul 2018 03:41 PM BdST
-
ছবি: আইসিসি
সেই ১৯৮০ সালে রেকর্ডটি গড়েছিলেন ভিভ রিচার্ডস। এরপর চার জন স্পর্শ করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তিকে। ছাড়াতে পারছিলেন না কেউ। অবশেষে সেই রেকর্ড নতুন করে লেখালেন ফখর জামান। ওয়ানডেতে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড গড়ার ম্যাচটিতে পাকিস্তানি ওপেনার করেছেন আরও কিছু রেকর্ড।
১৮ ইনিংসেই হাজার রানের দেখা পেলেন ফখর। রিচার্ডসের লেগেছিল ২১ ইনিংস। ২০০৬ সালে রিচার্ডসের রেকর্ড স্পর্শ করেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। ২০১১ সালে এই দুজনের পাশে বসেন আরেক ইংলিশ জোনাথন ট্রট।
২০১৪ সালে রেকর্ডটি স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সবশেষ গত বছরের জানুয়ারিতে রিচার্ডসদের পাশে বসেন ফখরের স্বদেশি বাবর আজম। ফখর ছাড়িয়ে গেলেন সবাইকে।
আগের ম্যাচের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে হাজারের দুয়ারে দাঁড়িয়ে ছিলেন ফখর। ১ হাজার ওয়ানডে রান ছুঁতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে রোববার তার প্রয়োজন ছিল ২০ রান। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার পথটুকু পাড়ি দেন অনায়াসেই। খেলেছেন ৮৩ বলে ৮৫ রানের ইনিংস।
রেকর্ডময় সিরিজে ফখর গড়েছেন আরও এক গাদা রেকর্ড। ৫ ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ইতিহাসের সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন তার।
সিরিজের আগের চার ম্যাচে ফখরের রান ছিল ৬০, অপরাজিত ১১৭, অপরাজিত ৪৩ ও অপরাজিত ২১০। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে গড়া হ্যামিল্টন মাসাকাদজার ৪৬৭ রানের রেকর্ড ছাড়াতে এদিন ফখরের প্রয়োজন ছিল ৩৮ রান। ফখর সেটি ছাড়িয়ে গেছেন, প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ৫ ম্যাচের সিরিজে ৫০০ রান। সিরিজ শেষ করেছেন ৫১৫ রান নিয়ে।
প্রথম ওয়ানডেতে ৬০ রানে আউট হওয়ার পর ফখর শেষ ম্যাচে লিয়াম রোচের বলে আউট হয়ছেন ৮৫ রানে। মাঝের সময়টায় নতুন করে লিখিয়েছেন ওয়ানডেতে দুই আউটের মাঝে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ৪০৫ রানের আগের রেকর্ড ছিল আরেক পাকিস্তানি মোহাম্মদ ইউসুফের। ফখর করেছেন ৪৫৫।
ইউসুফের আরেকটি রেকর্ড অবশ্য ভাঙতে পারেনি ফখর। ৫ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ ব্যাটিং গড়ের রেকর্ড ইউসুফের ৪০৫। দ্বিতীয় সর্বোচ্চ গড় এই সিরিজে ফখরের ২৫৭.৫০।
ইমাম-উল-হকের সঙ্গে মিলে এদিন আরও একটি শতরানের জুটি গড়ছেন ফখর। দুজনে মিলে তুলেছেন ১৬৮ রান। একটি দ্বিপাক্ষিক সিরিজে উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন এই জুটির। আগের চার ম্যাচে জুটি ছিল ১১৩, ১১৯, ০ ও ৩০৪। সব মিলিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি এই সিরিজে তুলেছে ৭০৪ রান।
আগের রেকর্ডও ছিল এক পাকিস্তানি জুটির। ২০০৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ইয়াসির হামিদ ও ইমরান ফারহাত জুটি তুলেছিল ৫৯০ রান।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন