ভারত টেস্ট দলে পান্ত, ফিরলেন শামি

প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 12:14 PM
Updated : 18 July 2018, 12:15 PM

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন টেস্টের জন্য ভারতের ১৮ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব। একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে।

ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে দুটি সেঞ্চুরি টেস্ট দলে ফেরাতে পারেনি রোহিত শর্মাকে। মিডল অর্ডারে বাড়তি ব্যাটসম্যান হিসেবে জায়গা ধরে রেখেছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক করুন নায়ার।

চোটের জন্য ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওয়ানডেতে খেলার সময় আবার চোট পাওয়া এই পেসার নেই টেস্ট দলে। তবে সেরে উঠলেই দলে ফিরবেন তিনি। চোট থেকে সেরে উঠার পথে থাকা আরেক পেসার জাসপ্রিত বুমরাহ মাঠে ফিরতে পারেন দ্বিতীয় টেস্ট দিয়ে।

ব্যক্তিগত সমস্যার কারণে আইপিএলের বেশিরভাগটাই খেলতে পারেননি শামি। বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় বাদ পড়েন জাতীয় দল থেকে। সেই পরীক্ষায় পাস করে ফিরেছেন টেস্ট দলে। পেসার হিসেবে দলে আছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব ও শার্দুল ঠাকুরও।

আগামী ১ অগাস্ট বার্মিংহামে শুরু হবে প্রথম টেস্ট।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুন নায়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রিশাব পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর।