তাইজুলের চার বছর পর মিরাজ

সবশেষ কে ছিলেন? মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট যখন পূর্ণ হলো, এই প্রশ্নটি উঁকি দিতেই পারে। ক্রিকেট পরিসংখ্যানের পাঁড় অনুসারী না হলে মনে রাখা কঠিন। সবশেষটি যে ছিল চার বছর আগে! এই দীর্ঘ সময় পর আবার বিদেশের মাঠে ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোনো বোলার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2018, 05:43 PM
Updated : 13 July 2018, 05:43 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় দিনে পরপর দুই বলে নিয়ছেন দুটি। সব মিলিয়ে ৯৩ রানে নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশের কোনো বোলার দেশের বাইরে সবশেষ ৫ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজেই। ২০১৪ সালের সফরে প্রথম টেস্টে সেন্ট ভিনসেন্টে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন অভিষিক্ত তাইজুল ইসলাম। চার বছর পর দেশের বাইরে এই সময়ের দশম টেস্টে আবার ৫ উইকেট নিলেন মিরাজ।

বাংলাদেশের কোনো অফ স্পিনারের দেশের বাইরে ৫ উইকেট নেওয়ার ঘটনাই আছে মিরাজ ছাড়া কেবল একটি। সেটিও ওয়েস্ট ইন্ডিজে। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টেই টেস্ট অভিষেকে ৫১ রানে ৫ উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ।

সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে দেশের বাইরে চারবার ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। মোহাম্মদ রফিক নিয়েছেন তিন বার। পেসারদের মধ্যে দেশের বাইরে একাধিকবার ৫ উইকেট নেওয়া একমাত্র বোলার রবিউল ইসলাম। ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে ৫ উইকেট নিয়েছিলেন দুইবার।