২৮ বছর বয়সেই ইংল্যান্ডের নির্বাচক জেমস টেইলর

ব্যাটসম্যান হিসেবে ছিলেন দারুণ সম্ভাবনাময়। কিন্তু হৃদযন্ত্রের সমস্যায় ২৬ বছর বয়সেই বিদায় জানাতে হয়েছিল ক্রিকেটকে। তবে আবেগময় সেই বিদায়ের ২ বছর পর নতুন ভূমিকায় ইংল্যান্ডের ক্রিকেটে ফিরছেন জেমস টেইলর। নিযোগ পেয়েছেন ইংল্যান্ডের নতুন নির্বাচক হিসেবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2018, 03:35 PM
Updated : 13 July 2018, 03:36 PM

আগে থেকেই দায়িত্বে থাকা এড স্মিথ ও ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেলিসের সঙ্গে মিলে দল নির্বাচনের কাজ করবেন টেইলর।

গত কিছুদিন ধরে এমনিতেও নতুন প্রতিভা অনুসন্ধানে ইসিবির স্কাউটের কাজ করছিলেন টেইলর। এবার পেলেন আরও বড় দায়িত্ব।

ইংল্যান্ডের হয়ে ৭টি টেস্ট ও ২৭টি ওয়ানডে খেলেছিলেন টেইলর। নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেটেও ছিল দারুণ সফল ক্যারিয়ার। কিন্তু ২০১৬ সালের এপ্রিলে গুরুতর সমস্যা ধরা পড়ে তার হৃদযন্ত্রে, যেটি তার মৃত্যুও ডেকে আনতে পারত।

চিকিৎসকের পরামর্শে তাৎক্ষনিকভাবে বিদায় জানাতে বাধ্য হন সব ধরনের ক্রিকেটকে। কয়েকদিন পর অস্ত্রোপচার হয় তার।

অবসরের পর থেকে মূলত ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। নতুন দায়িত্বে পেয়ে ২৮ বছর বয়সী টেইলর দারুণ উচ্ছ্বসিত।

“ইসিবির এই দায়িত্বটি পেয়ে এবং আবারও ইংল্যান্ড দলের হয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এবং অনেক বড় সম্মান।”

“বরাবরই আমি খেলাটাকে গভীরভাবে ভালোবাসি। ইংল্যান্ডের হয়ে ও ঘরোয়া ক্রিকেটে লাল ও সাদা বলে খেলার আমার অভিজ্ঞতাকে আমি নতুন দায়িত্বে কাজে লাগানোর চেষ্টা করব।”