ম্যাচ খেলার আগেই ছিটকে গেলেন শফিউল

প্রথম টেস্টে পেসারদের যা পারফরম্যান্স, তাতে দ্বিতীয় টেস্টে একাদশে থাকার ভালো সম্ভাবনা ছিল শফিউল ইসলামের। কিন্তু ক্যারিয়ারে আরও একবার চোটে ঘায়েল এই পেসার। খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ফিরে আসবেন জ্যামাইকা টেস্ট শেষে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 11:39 AM
Updated : 12 July 2018, 11:40 AM

গত মঙ্গলবার দলের অনুশীলনে ডান পায়ের গোড়ালির গাঁটে ব্যথা পান শফিউল। ফুলে যায় জায়গা। এক্সরে করে হাড়ের চোট ধরা পড়েনি; তবে ক্ষতিগ্রস্ত হয়েছে লিগামেন্ট। 
জাতীয় দলের ফিজিও তিহান চন্দ্রমোহন জানিয়েছেন, তিন থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শফিউলকে। 
 
নানা ধরণের চোট শফিউলকে ভুগিয়েছে ক্যারিয়ার জুড়েই। অনেক সম্ভাবনা নিয়ে টেস্ট অভিষেক হলেও সাড়ে আট বছরের ক্যারিয়ারে টেস্ট খেলতে পেরেছেন ১১টি। এই ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আবার ফিরেছিলেন টেস্ট দলে। কিন্তু বাইরে যেতে হলো ম্যাচ না খেলেই।