খারাপ হলো না মুস্তাফিজের প্রস্তুতি

প্রথম দিন বিকেলে একটি উইকেট। দ্বিতীয় দিন সকালে একটি। পরে মিলল প্রতিপক্ষের হয়ে সেঞ্চুরি করা ব্যটসম্যানের উইকেটও। সব মিলিয়ে ১১ ওভার বোলিংয়ে ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের আগে মুস্তাফিজুর রহমানের ম্যাচ ফিটনেস পরখ করতে আর ম্যাচে বোলিং দেখতে চেয়েছিলেন নির্বাচকরা। সেই চাওয়া পূরণ হলো অনেকটাই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 12:52 PM
Updated : 11 July 2018, 12:53 PM

মুস্তাফিজ ভালো করলেও বাংলাদেশ ‘এ’ দল অবশ্য খুব ভালো অবস্থায় নেই। তৃতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ ‘এ’ দল শুরুতে হারিয়েছে উইকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা ‘এ’। আগের দিন ৩ উইকেট নেওয়ার পর ওপেনার শেহান জয়াসুরিয়া খেলেন ১৪২ রানের দুর্দান্ত ইনিংস।

বাংলাদেশ ‘এ’ দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রানে। লঙ্কানদের আবার ব্যাটিংয়ে নামাতে প্রয়োজন আরও ৮৮ রান।

লঙ্কানরা দিন শুরু করেছিল ৩ উইকেটে ৭৮ রান নিয়ে। শেহান জয়াসুরিয়া অপরাজিত ছিলেন ৫১ বলে ৫৩ রানে। দ্বিতীয় দিনেও আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়েছেন এই ওপেনার। 

শুরুটা যদিও ছিল মুস্তাফিজের। দিনের প্রথম বলেই বাঁহাতি পেসারের শিকার চারিথ আসালাঙ্কা।

লঙ্কানদের রান তখন ৪ উইকেটে ৭৮। লিড নেওয়ার সম্ভাবনাও হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। এক জুটিতেই সেই সম্ভাবনা শেষ করে দেন জয়াসুরিয়া ও শাম্মু আসান। পঞ্চম উইকেটে দুজনের ১১৮ রানের জুটিতে শ্রীলঙ্কা পায় লিড।

৬০ রান করা শাম্মুকে ফিরি জুটি ভাঙেন সানজামুল ইসলাম। জয়াসুরিয়া বাংলাদেশকে যন্ত্রণা দেন আরও কিছুক্ষণ।

শেষ পর্যন্ত তাকেও ফিরিয়েছেন মুস্তাফিজ। তবে ততক্ষণে ১৫৫ বলে ১৪২ রানের ইনিংস খেলে ফেলেছেন জয়াসুরিয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নবম সেঞ্চুরির ইনিংসটায় চার ১৫টি, ছক্কা ৪টি।

লঙ্কানরা হাল ছাড়েনি এর পরও। লোয়ার অর্ডারদের লড়াইয়ে পেরিয়ে যায় তারা তিনশ রান।

শেষ দিকে তিন উইকেটসহ বাঁহাতি স্পিনার সানজামুল নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট নিলেও তরুণ অফ স্পিনার দিয়েছেন নাঈম হাসান ছিলেন খরুচে। ১৯ ওভারে পাননি মেডেন, ৯৫ রান।

১১ ওভারে ৪৪ রান দিয়ে মুস্তাফিজের উইকেট ৩টি। গত আড়াই মাসে বাঁহাতি পেসারের এটি মাত্র দ্বিতীয় ম্যাচ। আইপিএল ২৪ এপ্রিলের ম্যাচটির পর আবার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ২০ মে। তার পর এই ম্যাচ।

বড় রানে পিছিয়ে থাকার পর বাংলাদেশ শুরুতে পায়নি বড় জুটি। ১৯ রানে স্টাম্পড হন ওপেনার সাদমান ইসলাম। তবে ফর্ম ফিরে পেতে লড়তে থাকা সৌম্য সরকার ও তিনে নামা মিজানুর রহমান কাটিয়ে দিয়েছেন দিনের বাকিটুকু।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১৬৭

শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস: ৮১.১ ওভারে ৩১২ (আগের দিন ৭৮/৩) (সামারাবিক্রমা ৫, শেহান জয়াসুরিয়া ১৪২, থিরিমান্নে ১২, প্রিয়াঞ্জন ০, আসালাঙ্কা ৭, শাম্মু ৬০, সারাথচন্দ্রা ৩৩, মাদুশাঙ্কা ১২, পুস্পকুমারা ২৭, প্রবাথ জয়াসুরিয়া ১, ফার্নান্দো ০*; খালেদ ১৭-৩-৪৯-০, সৌম্য ৫-২-১১-১, মুস্তাফিজ ১১-১-৪৪-৩, নাঈম ১৯-০-৯৫-২, সানজামুল ২৮.১-৪-১০৪-৪, আফিফ ১-০-২-০)।

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ১৭ ওভারে ৫৭/১ (সাদমান ১৯, সৌম্য ২৪*, মিজানুর ১৩*; শেহান জয়াসুরিয়া ০/১৪, মাদুশাঙ্কা ০/৯, প্রিয়াঞ্জন ০/৫, পুস্পকুমারা ০/২২, প্রবাথ জয়াসুরিয়া ০/৬)।