গুরুতর অসুস্থ স্ত্রী, উইন্ডিজ সফরে অনিশ্চিত মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা। নিয়মিত জিম আর বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন একাই। এর মধ্যেই ছন্দপতন। স্ত্রী সুমনা হক সুমি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। হঠাৎ বাড়ল অসুস্থতা। নিতে হলো হাসপাতালে। পুরো সময় এখন অসুস্থ স্ত্রীর পাশেই থাকছেন। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে বাংলাদেশ অধিনায়কের খেলা আপাতত অনিশ্চিত।

আরিফুল ইসলাম রনিআরিফুল ইসলাম রনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 12:22 PM
Updated : 10 July 2018, 12:25 PM

আপাতত অনুশীলন তো বন্ধ বটেই, ক্রিকেট নিয়ে ভাবার সময়ও নেই মাশরাফির। তবে যেহেতু সফরে যাওয়ার সময় এগিয়ে আসছে, সিদ্ধান্ত নিতেই হচ্ছে। টেস্ট দলের বাইরে যারা ওয়ানডে সিরিজে খেলবেন, তারা ঢাকা ছাড়বেন আগামী শনিবার প্রথম প্রহরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি জানিয়েছেন, স্ত্রীর শারীরিক অবস্থার নাটকীয় উন্নতি না হলে শনিবার তার যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ওয়ানডে অধিনায়ক সফরে আদৌ যেতে পারবেন কিনা, সেটি নিয়েও আছে শঙ্কা। তবে যেহেতু ওয়ানডে সিরিজ শুরুর আগে এখনও বেশ খানিকটা সময় আছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতেও তাই অপেক্ষা করবেন মাশরাফি। ততদিনে স্ত্রীর অবস্থার উন্নতি হলে সফরে যাবেন।

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২২ জুলাই। তার আগে ১৯ জুলাই আছে একদিনের প্রস্তুতি ম্যাচ।

দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বর নিয়ে বিছানায় ছিলেন মাশরাফির স্ত্রী। অনেক ধরনের পরীক্ষা করেও রোগ নির্ণয় করতে পারছিলেন না ডাক্তাররা। অবশেষে কয়েক দিন আগে বেশ বাজে ধরনের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়ে রক্তে। ডাক্তাররা তখনই হাসপাতালে ভর্তি করাতে পরামর্শ দেন।