বাংলাদেশের মেয়েদের সামনে ৪২ রানে শেষ নেদারল্যান্ডস

আগের ম্যাচের চেয়ে আরও ক্ষুরধার হলো বোলিং। আগের দিনের চেয়ে অর্ধেক স্কোরে আটকে গেল প্রতিপক্ষ। বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডস অলআউট ৪২ রানেই!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 04:36 PM
Updated : 8 July 2018, 07:12 PM

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেদারল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটে।

উট্রেক্টে রোববার ডাচদের মাত্র ৪২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর, বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন।

ডাচ মেয়েদের এক জুটিতেই এসেছে ২৩ রান। আগের দিন ৮৮ রান করা স্টেরা ক্যালিস করেন ১৫, ডেনিস হানেমা ১৪। বাকি ৯ ব্যাটসম্যানের কেউ করতে পারেননি ৫ রানও। শূন্য রানেই ফিরেছেন ৬ জন।

শুরুতে একটি উইকেট নিয়েছেন সালমা খাতুন, মাঝে দুটি পান্না ঘোষ। এরপর ডাচদের গুঁড়িয়ে দিয়েছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ২ রানে ৩ উইকেট নিয়েছেন রুমানা, ৩ রানে তিনটি ফাহিমা।

বোলিংয়ের মতো ব্যাটিংটা নিখুঁত হয়নি বাংলাদেশের। সহজ রান তাড়ায়ও হারাতে হয়েছে ৩ উইকেট।

আগের দিন পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে আটকে বাংলাদেশের মেয়েরা জিতেছিল ৮ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ১৮ ওভারে ৪২ (ক্যালিস ১৫, হানেমা ১৪, জন ১৫; জাহানারা ২-১-১১-০, সালমা ২-১-২-১, নাহিদা ৪-১-১০-১, পান্না ৪-০-১৩-২, রুমানা ৩-১-২-৩, ফাহিমা ৩-২-৩-৩)।

বাংলাদেশ: ৭.৫ ওভারে ৪৪/৩ (শামিমা ১৪, আয়েশা ৬, ফারজানা ১*, নিগার ৪, রুমানা ৪*; স্লোব ২/৪)

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: ফাহিমা খাতুন