রফিকের রেকর্ড ছুঁলেন মিরাজ

টেস্ট জগতে বাংলাদেশের শুরুর নায়কদের একজন মোহাম্মদ রফিক। ২০০৪ সালে গড়েছিলেন একটি রেকর্ড। প্রায় ১৪ বছর পর তার সেই রেকর্ড ছুঁলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে টেস্ট উইকেটের দ্রুততম ফিফটি!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 06:29 PM
Updated : 5 July 2018, 06:29 PM

৪৮ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট শুরু করেছিলেন মিরাজ। দ্বিতীয় দিনে নিজের প্রথম উইকেটের দেখা পান রোস্টন চেইসকে এলবিডব্লিউ করে। পরে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে ফিরিয়ে নেন পঞ্চাশতম উইকেট।

১৩ টেস্টে ৫০ উইকেট হলো মিরাজের। রফিকেরও লেগেছিল ১৩ টেস্ট। ২০০৪ সালের অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে রফিক ছুঁয়েছিলেন ৫০ উইকেটের মাইলফলক।

এই দুজনের পর ৫০ উইকেট নিতে সবচেয়ে কম টেস্ট লেগেছে আরেক স্পিনার তাইজুল ইসলামের, ১৪ টেস্ট।