স্কটল্যান্ডকে ৪৭ রানে গুটিয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মূল আসরের ফেভারিট বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে দেখা গেল সেই দাপট। স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 06:18 PM
Updated : 5 July 2018, 06:18 PM

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রটারডামে বৃহস্পতিবার স্কটিশদের ৪৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ জিতেছ ১০ ওভারে।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটরল্যান্ডের ব্যাটিংয়ের এই দুর্দশা ছিল না শুরুতে। দশম ওভারে দলের রান ছিল ১ উইকেটে ৩৫। সেখান থেকে ১২ রানের মধ্যে হারায় তারা ৯ উইকেট।

প্রস্তুতির জন্য বল হাতে নিয়েছেন এদিন স্কোয়াডের সব বোলারই। তবে সাত ও আট নম্বর বোলার হিসেবে আক্রমণে এসে স্কটিশদের ধসিয়ে দিয়েছেন দুই লগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ।

৩ ওভারে ১ রানে ৩ উইকেট নিয়েছেন ফাহিমা। ৪ ওভারে ৮ রানে ২টি রুমানা।

রান তাড়ায় বাংলাদেশ শূন্য রানেই হারায় শামিমা সুলতানাকে। তবে আয়েশা রহমান ও শারমিন সুলতানা জুটিই জিতিয়ে দেয় দলকে।

২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আয়েশা। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন অপরাজিত থাকেন ৩৭ বলে ১৮ রানে।

বাছাইপর্বের প্রথম ম্যাচে শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ১৮.৫ ওভারে ৪৭ (র‌্যাচেল ১৬, জ্যাক ১১; জাহানারা ২-১-৬-০, সালমা ২-০-৮-০, পান্না ২-০-৯-১, নাহিদা ৩-০-৩-০, লিলি ১.৫-০-১০-২, কুবরা ২-০-২-১ রুমানা ৪-১-৮-২, ফাহিমা ৩-২-১-৩)।

বাংলাদেশ: ১০ ওভারে ৫১/১ (শামিমা ০, আয়েশা ২৩*, শারমিন ১৮*)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী