সবুজ উইকেটে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018 07:14 PM BdST Updated: 05 Jul 2018 07:14 PM BdST
অ্যান্টিগায় সবুজ উইকেটে ধুঁকছে বাংলাদেশ দল, চট্টগ্রামে সবুজ উইকেটেই খেলছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে টস হলো তৃতীয় দিন বিকেলে। খেলা হতে পারল ঘণ্টাখানেক।
দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে টস জিতে শ্রীলঙ্কা ‘এ’ নেমেছে ব্যাটিংয়ে। বৃহস্পতিবার বিকেলে ১৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে করতে পেরেছে ৫৪ রান।
চ্যালেঞ্জিং উইকেটে বাংলাদেশের ক্রিকেটারদের দেখতে চেয়েছিলেন নির্বাচকেরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে তাই রাখতে বলা হয় ঘাস। কিন্তু টানা বৃষ্টিতে দুই দিন খেলাই হতে পারেনি।
তৃতীয় দিনে যখন খেলা শুরু হলো, উইকেটের ঘাস তখনও তরতাজাই। বাংলাদেশের পেসারদের চ্যালেঞ্জ সামলে প্রথম ১০ ওভার কাটিয়ে দিন দুই লঙ্কান ওপেনার।
এরপরই বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরিফুল ইসলাম। ১৭ বছর বয়সী বাঁহাতি পেসারের বলে ৯ রানে ফিরে যান আগের ইনিংসেই দেড়শ ছাড়ানো দিমুথ করুনারত্নে।
লঙ্কানদের আরেক ওপেনার লাহিরু মিলান্থা অবশ্য এই উইকেটেও রান করেছেন ওয়ানডের গতিতে। ৬ চারে ৪২ করেছেন ৪৫ বলে। শেষ বিকেলে উইকেটে গিয়ে অপরাজিত থেকে যান লাহিরু থিরিমান্নে।
বাংলাদেশ একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, এনামুল হক, জাকির হাসান, তুষার ইমরান, এবাদত হোসেন।
শ্রীলঙ্কা ‘এ’ প্রথম ইনিংস: ১৫ ওভারে ৫৪/১ (করুনারত্নে ৯, মিলান্থা ৪২*, থিরিমান্নে ১*; খালেদ ৩-০-৬-০, এবাদত ৫-০-২৮-০, শরিফুল ৪-২-৩-১, নাঈম ২-০-৭-০, মোসাদ্দেক ১-০-১০-০)।
-
লিটন-সাকিব জুটির ব্যাটিংয়ে লিড পেল বাংলাদেশ
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা