বাংলাদেশের বিপক্ষেই ক্যালিসের রেকর্ড ছুঁলেন রোচ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তখন হাঁটি হাঁটি পা পা। ২০০২ সালে পচেফস্ট্রুমে দুর্দান্ত এক স্পেলে বাংলাদেশের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছিলেন জ্যাক ক্যালিস। গড়েছিলেন দারুণ এক রেকর্ড। এবার টেস্ট আঙিনায় দেড় যুগ কাটিয়ে দেওয়া বাংলাদেশের বিপক্ষেই সেই রেকর্ড স্পর্শ করলেন কেমার রোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 06:54 PM
Updated : 4 July 2018, 10:23 PM

রেকর্ডটি সবচেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেওয়ার। ১২ বলের মধ্যেই ৫ উইকেট নেওয়ার রেকর্ড যৌথভাবে তিনজনের। দুজনই এই কীর্তি গড়েছেন বাংলাদেশের বিপক্ষে।

বুধবার অ্যান্টিগা টেস্টের প্রথম সকালে ৫ ওভারের স্পেলে ৮ রানে ৫ উইকেট নিয়েছেন রোচ। এক ওভারে তিনটিসহ উইকেট ৫টি নিয়েছেন এই ফাস্ট বোলার ১২ বলের মধ্যে।

পচেফস্ট্রুমে ক্যালিস ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ওই ৫ উইকেট ছিল ১২ বলের মধ্যেই।

১২ বলে ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি ছিল মন্টি নোবলের। ১৯০২ সালে এই অস্ট্রেলিয়ান বোলার ধসিয়ে দিয়েছিলেন ইংলিশ ব্যাটিং।

শুধু ক্যালিস আর রোচের কীর্তিই নয়, টেস্টে সবচেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেওয়ার সেরা পাঁচের চারটিই বাংলাদেশের বিপক্ষে।

২০০২ সালে বাংলাদেশর বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পথে ১৩ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনিস।

সেই বছর বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ৩ রানে ৬ উইকেটের বিধ্বংসী স্পেলে ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন লসন ৫ উইকেট নিয়েছিলেন ১৪ বলের মধ্যে।

আগের প্রতিবারের সঙ্গে এবারের পার্থক্য আছে একটা জায়গায়। ক্যালিস, ওয়াকার, লসনরা ওই কীর্তি গড়েছিলেন পুরোনো বলে, ইনিংসের শেষ দিকে। রোচ করলেন নতুন বলে, ইনিংসের শুরুতেই।