বাংলাদেশের বিপক্ষেই ক্যালিসের রেকর্ড ছুঁলেন রোচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018 12:54 AM BdST Updated: 05 Jul 2018 04:23 AM BdST
-
ছবি: উইন্ডিজ ক্রিকেট
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তখন হাঁটি হাঁটি পা পা। ২০০২ সালে পচেফস্ট্রুমে দুর্দান্ত এক স্পেলে বাংলাদেশের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছিলেন জ্যাক ক্যালিস। গড়েছিলেন দারুণ এক রেকর্ড। এবার টেস্ট আঙিনায় দেড় যুগ কাটিয়ে দেওয়া বাংলাদেশের বিপক্ষেই সেই রেকর্ড স্পর্শ করলেন কেমার রোচ।
রেকর্ডটি সবচেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেওয়ার। ১২ বলের মধ্যেই ৫ উইকেট নেওয়ার রেকর্ড যৌথভাবে তিনজনের। দুজনই এই কীর্তি গড়েছেন বাংলাদেশের বিপক্ষে।
বুধবার অ্যান্টিগা টেস্টের প্রথম সকালে ৫ ওভারের স্পেলে ৮ রানে ৫ উইকেট নিয়েছেন রোচ। এক ওভারে তিনটিসহ উইকেট ৫টি নিয়েছেন এই ফাস্ট বোলার ১২ বলের মধ্যে।
পচেফস্ট্রুমে ক্যালিস ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ওই ৫ উইকেট ছিল ১২ বলের মধ্যেই।
১২ বলে ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি ছিল মন্টি নোবলের। ১৯০২ সালে এই অস্ট্রেলিয়ান বোলার ধসিয়ে দিয়েছিলেন ইংলিশ ব্যাটিং।
শুধু ক্যালিস আর রোচের কীর্তিই নয়, টেস্টে সবচেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেওয়ার সেরা পাঁচের চারটিই বাংলাদেশের বিপক্ষে।
২০০২ সালে বাংলাদেশর বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পথে ১৩ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনিস।
সেই বছর বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ৩ রানে ৬ উইকেটের বিধ্বংসী স্পেলে ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন লসন ৫ উইকেট নিয়েছিলেন ১৪ বলের মধ্যে।
আগের প্রতিবারের সঙ্গে এবারের পার্থক্য আছে একটা জায়গায়। ক্যালিস, ওয়াকার, লসনরা ওই কীর্তি গড়েছিলেন পুরোনো বলে, ইনিংসের শেষ দিকে। রোচ করলেন নতুন বলে, ইনিংসের শুরুতেই।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন