বিশ্বকাপ বাছাইপর্ব জিততে চান সালমা

মালেয়েশিয়ায় এশিয়া কাপের শিরোপা। প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয় আয়ারল্যান্ডে। বাংলাদেশের মেয়েরা এবার নেদার‌ল্যান্ডসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অভিযানে। বাছাইপর্বের ফাইনালে উঠলেই ঠাঁই হবে বিশ্বকাপে। তবে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনের চাওয়া বাছাই পর্বের শিরোপা জয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 11:12 AM
Updated : 4 July 2018, 11:12 AM

বাছাইপর্ব উতরেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। তবে সেবার ফাইনালে আয়ারল্যান্ডের কাছে হেরে বাছাইপর্বে হতে হয়েছিল রানার্সআপ। এবারও বাছাইপর্বের ফেভারিট এই দুই দলই। দুইয়ের মাঝে আবার ফেভারিট এখন বাংলাদেশ!

দুই বছর আগের তুলনায় এখনকার বাংলাদেশ পরিণত অনেকটাই। সাফল্যের স্বাদ পেয়ে দল এখন আরও উজ্জীবিত। আয়ারল্যান্ডকে তাদের মাটিতেই সিরিজ হারিয়ে বাংলাদেশ গিয়েছে নেদারল্যান্ডসে। তার আগে এসেছে এশিয়া কাপের শিরোপা, যেখানে পরাক্রমশালী ভারতকে দুইবার হারিয়েছে সালমারা। সেই সাফল্যের পথচলায়ই এবার সালমা জিততে চান বাছাইপর্ব।

“এশিয়া কাপের জয় আমাদের দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও আমরা নিজেদের সেরা ফর্মে থাকতে চাই। ভারতকে দুইবার হারানো সহজ কথা নয়। এখন আমরা নিজেদের সামর্থ্যটা ভালো করে জানি।”

“তবে এখানে শুরুটা ভালো করতে হবে। এমনকি লিগ পর্যায়েও কোনো দলকে হালকাভাবে নেওয়া যাবে না। আয়ারল্যান্ডে সিরিজ খেলে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। বাছাইপর্বে আমরা বিজয়ী হতে চাই।”

বাছাইপর্ব শুরুর আগে বৃহস্পতিবার স্কটল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচে শনিবার প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে।