জিম্বাবুয়েকে উড়িয়ে পাকিস্তানের শুরু

বকেয়া বেতন-ভাতা আর নানা বিতর্কে মাঠের বাইরে আবারও জেরবার জিম্বাবুয়ে। সেটির প্রভাব মাঠের ক্রিকেটেও। সম্ভাব্য সেরা দল পায়নি তারা। পারেনি টি-টোয়েন্টির শীর্ষ দল পাকিস্তানের সঙ্গে লড়াই করতেও। দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে পাকিস্তান জিতেছে অনায়াসেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 01:15 PM
Updated : 1 July 2018, 03:46 PM

হারারেতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের ১৮২ রানের জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১০৮ রানে।

পাকিস্তানের হয়ে এদিন শুরুতে ঝড় তোলেন ফখর জামান, শেষে শোয়েব মালিক ও আসিফ আলি।

কিছুদিন মিডল অর্ডারে খেলে আবার ওপেনিংয়ে উঠে আসা মোহাম্মদ হাফিজ ফিরে যান একটি ছক্কা মেরেই। তিনে নেমে তরুণ হুসাইন তালাত পারেননি সুযোগ কাজে লাগাতে। অধিনায়ক সরফরাজ আহমেদ ব্যর্থ ভালো শুরুকে বড় করতে।

এরপরও পাকিস্তান চাপে পড়েনি ফখর ছিলেন বলেই। ইনিংসের প্রথম ভাগে দলকে একাই টেনে নিয়েছেন বাঁহাতি ওপেনার। ৪০ বলে করেছেন ৬১, চার ও ছক্কা ছিল সমান তিনটি করে।

দুর্দান্ত ফর্মে থাকা শোয়েব মালিক আবারও মিটিয়েছেন শেষ সময়ের দাবি। চমক হয়ে এসেছে আসিফের পারফরম্যান্স।

২৪ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন মালিক। চার ছক্কায় ২১ বলে অপরাজিত ৪১ আসিফ। শেষ ৫ ওভারে পাকিস্তান তোলে ৬১ রান।

জিম্বাবুয়ে শেষ দিকে ভুগেছে দলের মূল স্ট্রাইক বোলার কাইল জার্ভিস চোট পাওয়ায়। প্রথম ২ ওভারে ৯ রানে ১ উইকেট নিয়েছিলেন এই পেসার। পরে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে মাঠ থেকে যেতে হয়েছে হাসপাতালে।

পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে এই রান জিম্বাবুয়ের জন্য ছিল পাহাড়সম। রান তাড়ায় তারা লড়াইটুকুও করতে পারেনি।

বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ইনিংসের প্রথম ওভারেই ফেরান চামু চিবাবাকে। নতুন করে পালাবদলের পর আবার নেতৃত্ব ফিরে পাওয়া হ্যামিল্টন মাসাকাদজা উইকেটে গিয়ে দারুণ এক ছক্কা মেরেছিলেন হাসান আলিকে। হাসান দ্রুতই নিয়েছেন প্রতিশোধ।

একই অভিজ্ঞতা এল্টন চিগুম্বুরার। দুই বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি খেলতে নেমে হাসানকে মেরেছেন বিশাল ছক্কা। পরে হাসান শোধ তুলেছেন বোল্ড করে।

দুই ছক্কায় ২৭ করলেও সলোমন মিরে খেলেছেন ২৯ বল। অভিষিক্ত তারিসাই মুসাকান্দা কেবল লড়াইয়ের চেষ্টা করেছেন। ৩৫ বলে করেছেন ৪৩ রান।

৪ ওভারে মাত্র ১১ রানে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নওয়াজ। সমান ১১ রানে দুটি নেন বাঁহাতি পেসার উসমান খান। শেষ দিকে মাত্র ৫ বলেই দুই উইকেট নিয়েছেন হাফিজ।

দারুণ ইনিংসটির জন্য ম্যাচ সেরা আসিফ।

টুর্নামেন্টের তৃতীয় দল অস্ট্রেলিয়া। সোমবারই তাদের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৮২/৪ (হাফিজ ৭, ফখর ৬১, তালাত ১০, সরফরাজ ১৭, মালিক ৩৭*, আসিফ ৪১*; নিয়ুম্বু ০/৩২, জার্ভিস ১/৯, মুজারাবানি ০/৪৬, চিবাবা ১/২৯, চিসোরো ২/২৮, মিরে ০/২৯, বার্ল ০/৮)।

জিম্বাবুয়ে: ১৭.৫ ওভারে ১০৮ (মিরে ২৭, চিবাবা ০, মাসাকাদজা ৭, মুসাকান্দা ৪৩, মুর ২, চিগুম্বুরা ১৪, বার্ল ৯, চিসোরো ১, মুজারাবানি ০, নিয়ুম্বু ১*, জার্ভিস (আহত অনুপস্থিত); নওয়াজ ২/১১, উসমান ২/১১, ফাহিম ০/২৩, হাসান ২/১৯, শাদাব ১/২৯, তালাত ০/১১, হাফিজ ২/৩)।

ফল: পাকিস্তান ৭৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আসিফ আলি