আয়ারল্যান্ডকে উড়িয়ে ভারতের সবচেয়ে বড় জয়

দলে ফেরা লোকেশ রাহুল এনে দিলেন ঝড়ো শুরু। সুরেশ রায়না মাঝে টানলেন দলকে। শেষটায় ঝড় তুলে ভারতকে বড় সংগ্রহ এনে দিলেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের ইনিংসের শুরুতেই ছোবল দিলেন পেসাররা। বাকিটা সারলেন দুই রিস্ট স্পিনার। স্বাগতিকদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতল বিরাট কোহলির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 08:29 PM
Updated : 29 June 2018, 09:25 PM

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪৩ রানে জিতেছে ভারত। টি-টোয়েন্টিতে এটাই তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই সংস্করণে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে মাত্র একটি।

ভারতের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়ায় ১২.৩ ওভারে ৭০ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের সংগ্রহ। টি-টোয়েন্টিতে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

ম্যালাহাইডে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কোহলিকে হারায় ভারত। তবে অন্য ওপেনার রাহুল দলকে এনে দেন উড়ন্ত সূচনা। অন্য পাশে ঝড় তোলেন টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান রায়না।

মাত্র ৩৬ বলে ৬ ছক্কা আর তিন চারে ৭০ রান করেন রাহুল। রায়না ৪৫ বলে খেলেন ৬৯ রানের বিধ্বংসী ইনিংস। দুই ব্যাটসম্যানকেই ফেরান কেভিন ও’ব্রায়েন।

শেষটায় টর্নেডো এক ইনিংস খেলে দলকে দুইশ রানে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। এই প্রথম ভারত টানা দুই ম্যাচে পেল দুইশ ছাড়ানো সংগ্রহ। অলরাউন্ডার পান্ডিয়া চার ছক্কায় ৯ বলে করেন অপরাজিত ৩২ রান।

আয়ারল্যান্ডের ও’ব্রায়েন ৪০ রানে নেন ৩ উইকেট।

ছবি: বিসিসিআই

দুই রিস্ট স্পিনার আক্রমণে আসার আগেই দিক হারিয়ে ফেলে স্বাগতিকরা। আগের ম্যাচের হার থেকে শিখেননি আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। ক্রস ব্যাটে লেগ স্পিন খেলতে গিয়ে ৪৫ বল বাকি থাকতেই থেমে যায় তাদের ইনিংস। 

প্রায় সাত বছর পর টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ডের দুই ব্যাটিং ভরসা পল স্টার্লিং ও উইলিয়াম পোর্টারফিল্ডকে দ্রুত ফিরিয়ে দেন উমেশ যাদব। অভিষেকে ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ওপেনার জেমস শ্যাননের উইকেট নেন উদয় কাউল।

আয়ারল্যান্ডের মোটে চার ব্যাটসম্যান যান দুই অঙ্কে। সর্বোচ্চ অধিনায়ক গ্যারি উইলসনের ১৫।

বাকিটা সহজেই সারেন যুজবেন্দ্র চেহেল ও কুলদীপ যাদব। লেগ স্পিনার চেহেল ২১ রানে নেন ৩টি। চায়নাম্যান কুলদীপ ৩ উইকেট নেন ১৬ রানে।

দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা চেহেল। বিস্ফোরক ব্যাটিংয়ে ৭০ রানের ইনিংসে ম্যাচ সেরা রাহুল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২১৩/৪ (রাহুল ৭০, কোহলি ৯, রায়না ৬৯, রোহিত ০, পান্ডে ২১*, পান্ডিয়া ৩২*; সিমি ০/৩২, র্যানকিন ০/৩৩, চেইস ১/৪২, টম্পসন ০/১৭, ডকরেল ০/৩০, স্টার্লিং ০/১৯, ও’ব্রায়েন ৩/৪০)

আয়ারল্যান্ড: ১২.৩ ওভারে ৭০ (স্টার্লিং ০, শ্যানন ২, পোর্টারফিল্ড ১৪, বালবার্নি ৯, উইলসন ১৫, ও’ব্রায়েন ০, সিমি ০, টম্পসন ১৩, ড্করেল ৪, র্যানকিন ১০, চেইস ০*; উমেশ ২/১৯, কাউল ১/৪, পান্ডিয়া ১/১০, চেহেল ৩/২১, কুলদীপ ৩/১৬)

ফল: ভারত ১৪৩ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: লোকেশ রাহুল

ম্যান অব দা সিরিজ: যুজবেন্দ্র চেহেল