ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস

চোট কাটিয়ে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস। জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 03:50 PM
Updated : 29 June 2018, 03:50 PM

জাতীয় দলের আগেই অবশ্য ঘরোয়া ক্রিকেটে ফিরছেন স্টোকস। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্ট ব্লাস্টে খেলবেন আগামী ৫ জুলাই। সেই ম্যাচে ফিটনেস ভালোর প্রমাণ দিতে পারলে ৮ জুলাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দেখা যেতে পারে স্টোকসকে।

স্টোকসকে জায়গা দিতে বাদ পড়েছেন স্যাম বিলিংস। চোট পুরো কাটিয়ে না ওঠায় ফিরতে পারেননি ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে অভিষিক্ত স্যাম কারান বাদ পড়েছেন। তার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন বড় ভাই টম কারান।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১২ জুলাই, ট্রেন্ট ব্রিজে।

ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, জস বাটলার, টম কারান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড।