সেঞ্চুরিতে প্রস্তুতি সারলেন তামিম-মাহমুদউল্লাহ

চোট কাটিয়ে ফিরে আলজারি জোসেফ কাঁপিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। তবে দলের অভিজ্ঞরা ঠিকই সেরে নিয়েছেন প্রস্তুতি। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহ সেঞ্চুরি করেছেন ওয়ানডের গতিতে। প্রায় ১০ মাস পর লাল বলে খেলতে নেমে রান পেয়েছেন সাকিব আল হাসানও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 05:14 AM
Updated : 29 June 2018, 05:16 AM

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের আগে একটিই প্রস্তুতি ম্যাচ দুই দিনের। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে বৃহস্পতিবার বাংলাদেশ তুলেছে ৪০২ রান।

কুলিজ ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। স্ট্রেস ফ্র্যাকচার কাটিয়ে গত নভেম্বরের পর প্রথম ম্যাচ খেলতে নামা জোসেফ তোলেন গতি আর বাউন্সের ঝড়। দুর্দান্ত প্রথম স্পেলেই তরুণ ফাস্ট বোলার ফিরিয়ে দেন লিটন দাস, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে।

বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ২২। পাল্টা আক্রমণের শুরু সাকিবের ব্যাটে। তামিমও দ্রুত খুঁজে পান ছন্দ। দুজনের ব্যাটে উড়ে যায় চাপ।

৯০ রানের এই জুটিও ভেঙেছেন জোসেফ। আউট করেছেন ১৪ চারে ৬৭ রান করা সাকিবকে। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর এই প্রথম লাল বলে খেললেন বাংলাদেশ অধিনায়ক।

পরের জুটি ছিল আরও বড়। আরও আগ্রাসী। তামিম ও মাহমুদউল্লাহ পঞ্চম উইকেটে গড়েন ১৪৫ বলে ১৫৫ রানের জুটি।

এই দুজনকে আউট করতে পারেননি কেউ। ১৭ চার ও ৪ ছক্কায় ১৬৫ বলে ১২৫ রান করে তামিম স্বেচ্ছায় অবসরে যান অন্যদের সুযোগ দিতে।

সেঞ্চুরি করে নিজ থেকে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহও। ১৬ চার ও ১ ছক্কায় ১১১ বলে করেছেন ১০২ রান।

ব্যাটিং অনুশীলনের ভালো সুযোগ হাতছাড়া করেছেন টেস্ট দলে ফেরা নুরুল হাসান। তবে মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কায়েস খারাপ করেননি। মাহমুদউল্লাহর সঙ্গে ৬২ রানের জুটিতে মিরাজ করেছেন ২৫। নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭ চার ও ১ ছক্কায় ইমরুল করেছেন ৪০।

ম্যাচ অনুশীলন হয়নি কেবল মুশফিকুর রহিমের। অভিজ্ঞ ব্যাটসম্যান এদিন নামেননি ব্যাটিংয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৮৪.২ ওভারে ৪০৮ (তামিম ১২৫ (স্বেচ্ছাবসর), লিটন ২, মুমিনুল ৭, শান্ত ৪, সাকিব ৬৭, মাহমুদউল্লাহ ১০২ (স্বেচ্ছাবসর), সোহান ১, মিরাজ ২৮, ইমরুল ৪০, তাইজুল ৯*, রাব্বি ০; জোসেফ ৪/৫৩, শেফার্ড ১/৬৭, হার্ডিং ১/৯২, স্মিথ ০/৮০, মোটি-কানহাই ১/৬৯, ক্যাম্পবেল ১/৩৮)