অস্ট্রেলিয়াকে রেকর্ডে ভাসিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2018 10:55 PM BdST Updated: 20 Jun 2018 07:20 PM BdST
ম্যাচের ফল নিয়ে কৌতুহল একরকম শেষ প্রথম ইনিংস শেষেই। ইংল্যান্ড যে গড়েছিল ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড! তার পর কেবল দেখার ছিল অস্ট্রেলিয়া কতটা লড়াই করতে পারে। বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থ সেখানেও। রেকর্ড রান তুলে ইংল্যান্ড জিতেছে রেকর্ড ব্যবধানে।
তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৪২ রানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই নিশ্চিত করেছে সিরিজ জয়।
ওয়ানডেতে রানের হিসেবে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় এটিই। ২০১৫ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২১০ রানে জয় ছিল আগের সবচেয়ে বড় জয়।

ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার ইংল্যান্ড তুলেছিল ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান। ২০১৬ সালে নিজেদেরই গড়া ৪৪৪ রান ছাড়িয়ে করেছে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড। অস্ট্রেলিয়া ৩৭ ওভারে গুটিয়ে গেছে ২৩৯ রানে।
ইংল্যান্ডের রান উৎসবে অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। ওপেনান জেসন রয় ও অধিনায়ক ওয়েন মর্গ্যানের ব্যাটেও ছিল বিধ্বংসী সুর।

৬১ বলে ৮২ রান করা রয় রান আউট হলে ভাঙে এই জুটি। কিন্তু অস্ট্রেলিয়ার দুর্দশা বাড়ে আরও। বেয়ারস্টো ও হেলসের জুটি যে ছিল আরও খুনে মেজাজে! মাত্র ৮৮ বলেই ১৫১ রান তোলেন দুজন দ্বিতীয় উইকেটে।
অসাধারণ ফর্মে থাকা বেয়ারস্টো সেঞ্চুরি করেন ৬৯ বলে। গত ছয় ম্যাচে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
১৫ চার ও ৫ ছক্কায় ৯২ বলে ১৩৯ রান করে আউট হন বেয়ারস্টো।
এরপর জস বাটলার সুবিধা করতে পারেননি। তবে রানের স্রোত বেগবান করতে অসুবিধা হয়নি মর্গ্যানের। হেলস তো খেলছিলেন দোর্দণ্ড প্রতাপে। চতুর্থ উইকেটে ৬১ বলে ১২৪ রানের জুটিতে অস্ট্রেলিয়ান বোলিং গুঁড়িয়ে দেন দুজন।

২১ বলে ফিফটি করে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন মর্গ্যান। ৬ ছক্কায় ৩০ বলে করেছেন ৬৭। ইনিংসটির পথে নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও।
ইংলিশদের সামনে ছিল ওয়ানডেতে প্রথম পাঁচশ রানের ইনিংসের হাতছানি। কিন্তু শেষ তিন ওভারে বাউন্ডারি মারতে পারেননি কোনো ব্যাটসম্যান। তার পরও আগের রেকর্ড পেছনে পড়ে যায় অনেকটাই।
রান তাড়ায় অস্ট্রেলিয়া চেষ্টা করেছে সমান তালে লড়তে। পেরেছে সামন্যই। দ্রুত রান তোলার চেষ্টায় উইকেট পড়েছে নিয়মিত। ওপেনার ট্রাভিস হেড করেছেন ৩৯ বলে ৫১, সেটিই দলের একমাত্র ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৪৮১/৬(রয় ৮২, বেয়ারস্টো ১৩৯, হেলস ১৪৭, বাটলার ১১, মর্গ্যান ৬৭, মইন ১১, রুট ৪*, উইলি ১*; স্ট্যানলেক ০/৭৪, রিচার্ডসন ৩/৯২, অ্যাগার ১/৭০, টাই ০/১০০, ম্যাক্সওয়েল ০/২১, স্টয়নিস ০/৮৫, ফিঞ্চ ০/৭, শর্ট ০/২৩)
অস্ট্রেলিয়া: ৩৭ ওভারে ২৩৯ (শর্ট ১৫, হেড ৫১, মার্শ ২৪, স্টয়নিস ৪৪, ফিঞ্চ ২০, ম্যাক্সওয়েল ১৯, পেইন ৫, অ্যাগার ২৫, রিচার্ডসন ১৪, টাই ৫*, স্ট্যানলেক ১; উড ০/৩৮, উইলি ২/৫৬, রুট ০/১৯, মইন ৩/২৮, প্লাঙ্কেট ০/৪১, রশিদ ৪/৪৭)।
ফল: ইংল্যান্ড ২৪২ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ৩-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: অ্যালেক্স হেলস
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন