কুমারা, রাজিথার দাপটে ম্যাচে ফিরল শ্রীলঙ্কা

বল বদলানো বিতর্কে উত্তেজনা ছড়ালো সেন্ট লুসিয়া টেস্ট। ৫ রান পেনাল্টি করা হল শ্রীলঙ্কাকে, বদলানো হল বিকৃত হয়ে যাওয়া বল। সেই ঘটনায় তেতে থাকা লঙ্কানরা আগুন ঝরিয়েছে তৃতীয় দিন। দ্রুত গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 10:35 PM
Updated : 17 June 2018, 05:07 AM

৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে করেছে ৩৪ রান। মহেলা উদাওয়াত্তে ৯ ও নাইটওয়াচম্যান কাসুন রাজিথা শূন্য রানে ব্যাট করছেন।

শ্যানন গ্যাব্রিয়েলের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান কুসল পেরেরা। বাঁহাতি এই ওপেনার তিনটি চারে করেন ২০ রান।

বৃষ্টি, ভেজা মাঠ আর আলোক স্বল্পতা দ্বিতীয় দিনের অর্ধেকের বেশি সময়ের খেলা কেড়ে নিলে শনিবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ার কথা ছিল। বল বিকৃত হয়েছে দেখে দিনের খেলা শুরুর আগে বল পাল্টানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এর প্রতিবাদে মাঠে নামতে অস্বীকৃতি জানায় শ্রীলঙ্কা দল।

দীর্ঘ আলোচনা শেষে সকাল ১০টা ৫০ মিনিটে মাঠে নামে লঙ্কানরা। আম্পায়াররা তখন বলের অবস্থা পরিবর্তনের শাস্তি হিসেবে পেনাল্টি দেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৫ রান উপহার পায় ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি বলও বদলানো হয়। নিয়ম অনুযায়ীই নতুন বল বেছে নেওয়ার সুযোগ পান ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান।

কিন্তু পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে আবার মাঠ ছাড়েন লঙ্কানরা। আবারও চলে আলোচনা। খেলা শুরু হতে আরও দেরি। অবশেষে সকাল সাড়ে ১১টায় শুরু হয় খেলা।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২ উইকেটে ১১৮ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তেতে থাকা লঙ্কানরা দ্রুত ফিরিয়ে দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শেই হোপ ও ডেভন স্মিথকে।

১৭৬ বলে ৬১ রান করে আকিলা দনঞ্জয়ের এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার স্মিথ।

চতুর্থ উইকেটে রোস্টন চেইসের সঙ্গে ডাওরিচের ৭৮ রানের জুটি ৪ উইকেটে ২৪১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজকে।

চিত্রটা পাল্টে যায় দ্বিতীয় নতুন বল নেওয়ার পর। মাত্র ৫৯ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ৩০০ রানে।

চেইসকে ফিরিয়ে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন লাহিরু কুমারা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সেরা এই পেসা ৮৬ রানে ৪ উইকেট। আরেক পেসার রাজিথা ৩ উইকেট নেন ৪৯ রানে।  

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৫৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন শেষে ১১৮/২) ১০০.৩ ওভারে ৩০০ (ব্র্যাথওয়েট ২২, স্মিথ ৬১, পাওয়েল ২৭, হোপ ১৯, চেইস ৪১, ডাওরিচ ৫৫, হোল্ডার ১৫, বিশু ২, রোচ ১৩, কামিন্স ৮*, গ্যাব্রিয়েল ৩; লাকমল ২/৫০, দনঞ্জয়া ১/৮১, রাজিথা ৩/৪৯, কুমারা ৪/৮৬, ডি সিলভা ০/১০)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯ ওভারে ৩৪/১ (পেরেরা ২০, উদয়াত্তে ৯*, রাজিথা ০*; রোচ ০/১২, গ্যাব্রিয়েল ০/১৪, হোল্ডার ০/৬, কামিন্স ০/২)