প্রায় তিন বছর পর ভারত ওয়ানডে দলে রায়না

ফিটনেস পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়ে ভারত ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অম্বাতি রাইডু। তার জায়গায় ইংল্যান্ড সফরের ১৬ সদস্যের দলে ফিরেছেন সুরেশ রায়না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 05:44 PM
Updated : 16 June 2018, 05:44 PM

বেঙ্গালুরুতে শুক্রবার ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হন মিডল অর্ডার ব্যাটসম্যান রাইডু। তার জায়গায় তিন ম্যাচের সিরিজের জন্য ভারতের নির্বাচকরা বেছে নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান রায়নাকে।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে এক সিরিজের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন রায়না। এই বছর দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনি। ছিলেন শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজেও।

এরই মধ্যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন রায়না। চলতি বছরের জানুয়ারি থেকে এই সংস্করণে ৮ ইনিংসে তার রান ১৭০।

আগামী ১২ জুলাই নটিংহ্যামে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

ভারত ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কাউল, উমেশ যাদব।