রোমাঞ্চকর রান উৎসবে ইংল্যান্ডকে হারিয়ে দিল স্কটল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2018 01:08 AM BdST Updated: 11 Jun 2018 01:35 AM BdST
সাফইয়ান শরিফের দুর্দান্ত ইয়র্কার পায়ে লাগল মার্ক উডের। যেন একসঙ্গে আবেদন করল গোটা গ্যালারি! আম্পায়ারের আঙুল উঠতেই সেই গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ। বাঁধ ভাঙা আনন্দে দর্শকের অনেকে ছুটে গেলেন মাঠের ভেতরে। উপলক্ষ্যটাই এমন। রান উৎসবের রোমাঞ্চকর লড়াইয়ে স্কটল্যান্ড হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। স্কটিশদের ক্রিকেট ইতিহাসেই যা সেরা জয়গুলি একটি।
রুদ্ধশ্বাস উত্তেজনার ওয়ানডেতে রোববার ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে স্কটল্যান্ড। জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো টেস্ট দলের বিপক্ষে স্কটিশদের ওয়ানডেতে জয় এটিই প্রথম।
এডিনবরায় চমক জাগানিয়া ব্যাটিং পারফরম্যান্সে স্কটিশরা তুলেছিল ৩৭১ রান। সহযোগী দেশগুলোর যা সর্বোচ্চ রানের রেকর্ড। ইংল্যান্ড সেই রান তাড়ায়ও ছিল জয়ের পথে। কিন্ত স্কটিশরা ঘুরে দাঁড়িয়ে ইংলিশদের আটকে দেয় ৩৬৫ রানে।

প্রায় সাড়ে সাতশ রানের ম্যাচে আলাদা করে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন দুজন। তিনে নেমে ৯৪ বলে ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেছেন ক্যালাম ম্যাক্লাউড। স্কটল্যান্ডের হয়ে আগেই ৬টি সেঞ্চুরি তার, যার তিনটি দেড়শ ছাড়ানো। তবে সবকটিই ছিল সহযোগী দেশগুলোর বিপক্ষে। এবার বড় দলের বিপক্ষেও চেনালেন নিজের জাত।
রান তাড়ায় ইংল্যান্ডকে বিস্ফোরক সূচনা এনে দিয়েছেন জনি বেয়ারস্টো। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন ওয়ানডেতে টানা তৃতীয় সেঞ্চুরি। সবশেষ গত মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০৬ বলে ১৩৮, ৬০ বলে ১০৪ রানের ইনিংসের পর এবার ৫৯ বলে ১০৫। দিন শেষে যদিও পুড়েছেন হারের যন্ত্রণায়।
টস হেরে ব্যাটিং নামা স্কটিশদের দুর্দান্ত শুরু এনে দেন ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজার। ৮২ বলে ১০৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। ৪৯ বলে ৫৮ রান করে অধিনায়ক কোয়েটজারের বিদায়ে ভাঙে এই জুটি। পরের ওভারেই ক্রস ফেরেন ৩৯ বলে ৪৮ রান করে।

মানজি ফেরেন ৫১ বলে ৫৫ করে। ম্যাক্লাউডকে থামাতে পারেননি কেউ। ১৬ চার ও ৩ ছক্কায় শেষ পর্যন্ত অপরাজিত ৯৪ বলে ১৪০ করে।
রেকর্ড স্কোর, কিন্তু এখনকার ইংল্যান্ডের সামনে তো নিরাপদ নয় কোনো রানই। সেটির প্রমাণ দিতে থাকে তারা শুরু থেকেই। তাণ্ডব চালান বেয়ারস্টো, সঙ্গ দেন জেসন রয়।
দুজনের শুরুর জুটিতে ১২৯ রান ওঠে মাত্র ৭৬ বলেই। তাতে রয়ের অবদান ছিল কেবল ৩২ বলে ৩৪। ইংল্যান্ডের সবশেষ ওয়ানডেতে বেয়ারস্টো সেঞ্চুরি করেছিলেন ৫৮ বলে। এবার করলেন ৫৪ বলে।
১৮ ওভারের মধ্যে সেঞ্চুরি করে আউটও হয়ে যান বেয়ারস্টো। এক ডজন চার ও আধ ডজন ছক্কায় ৫৯ বলে ১০৫।
২৪ ওভারেই ইংল্যান্ড ছাড়িয়ে যায় দুইশ। রান রেট ঠিকই ছিল তাদের। তবে এরপর প্রয়োজনীয় বড় ইনিংসটি খেলতে পারেননি কেউ। রান এসেছে, উইকেটও পড়েছে।

অষ্টম জুটিতে আবার ইংল্যান্ডের জয়ের আশা জাগান মইন আলি ও প্লাঙ্কেট। ৭১ রানের জুটি গড়েন দুজন। ৩৩ বলে ৪৬ করে ৪৬তম ওভারে আউট হয়ে যান মইন। ম্যাচে ফেরার সেই সুযোগ আর হতাছাড়া করেনি স্কটিশরা।
৪৫ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন প্লাঙ্কেট। কিন্তু আরেকপাশে সঙ্গ না পেয়ে শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়েছে হতাশায়।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ৫০ ওভারে ৩৭১/৫ (ক্রস ৪৮, কোয়েটজার ৫৮, ম্যাক্লাউড ১৪০*, বেরিংটন ৩৯, মানজি ৫৫, বাজ ১১, লিস্ক ১০*; উড ১/৭১, উইলি ০/৭২, রশিদ ২/৭২, প্লাঙ্কেট ২/৮৫, মইন ০/৬৬)
ইংল্যান্ড: ৪৮.৫ ওভারে ৩৬৫ (রয় ৩৪, বেয়ারস্টো ১০৫, হেলস ৫২, রুট ২৯, মর্গ্যান ২০, বিলিংস ১২, মইন ৪৬, উইলি ৭, প্লানকেট ৪৭, রশিদ ৫, উড ১; শরিফ ১/৭১, সোল ০/৭২, ওয়াট ৩/৫৫, লিস্ক ০/৫০, ইভান্স ২/৫০, বেরিংটন ২/৬৭)
ফল: স্কটল্যান্ড ৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ক্যালাম ম্যাক্লাউড
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের