পাকিস্তানকে হারালে স্কটল্যান্ড টপকে যাবে বাংলাদেশকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2018 06:21 PM BdST Updated: 08 Jun 2018 06:22 PM BdST
হাতছানি ছিল আফগানিস্তানকে টপকে যাওয়ার। কিন্তু টি-টোয়েন্টির বাংলাদেশ যেন উল্টো রথের যাত্রী। সিরিজে হোয়াইটওয়াশ হয়ে শঙ্কা এখন আরও অবনমনের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একটিতে জিতলেও স্কটল্যান্ড আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে টপকে যাবে বাংলাদেশকে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ৩-০তে হারায় র্যাঙ্কিংয়ে অবস্থানে বদল হয়নি এই দুই দলের। আগের মতোই আটে আফগানিস্তান, দশে বাংলাদেশ। তবে আরও ৪ পয়েন্ট বেড়ে আফগানদের রেটিং পয়েন্ট হয়েছে ৯১। বাংলাদেশ হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট। পয়েন্ট এখন ৭০।
এগারোয় থাকা স্কটল্যান্ড এখন বাংলাদেশের চেয়ে পিছিয়ে মাত্র ৪ পয়েন্টে। আগামী মঙ্গল ও বুধবার এডিনবরায় পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে স্কটিশরা। দুটির একটি জিততে পারলেও তারা বাংলাদেশকে টপকে উঠে যাবে দশে।
১৩০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। চার পয়েন্ট পেছনে থেকে দুইয়ে অস্ট্রেলিয়া। ১২৩ রেটিং পয়েন্টে তিনে ভারত।
আফগানিস্তান ও বাংলাদেশের মাঝে নয় নম্বরে আছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে ১২ নম্বরে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আছে ১৮টি দল। ৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তলানিতে আয়ারল্যান্ড।
-
বৃষ্টির আগে বাংলাদেশের দুই উইকেটের স্বস্তি
-
আন্ডারউডের ৪৮ বছর পর লিচ
-
৪ সেঞ্চুরি জুটি, ৭২৪ রান, রেকর্ড বইয়ে মিচেল-ব্লান্ডেল
-
আমলাকে ছাড়িয়ে মিচেলের রেকর্ড
-
অপেক্ষার প্রহর পেরিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্য প্রদেশ
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল