টানা চতুর্থবার ভারতের সেরা কোহলি

ব্যাট হাতে আর নেতৃত্বে যে সাফল্য, স্বীকৃতিটা একরকম অবধারিতই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেল। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে ভারতের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পলি উমরিগর অ্যাওয়ার্ড জিতেছেন বিরাট কোহলি। এই নিয়ে টানা চারবার এই পুরস্কার জিতলেন ভারত অধিনায়ক। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 10:54 AM
Updated : 7 June 2018, 10:54 AM

প্রথমবারের মতো মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও দিচ্ছে বিসিসিআই। ২০১৬-১৭ মৌসুমের সেরা মনোনীত হয়েছেন হারমানপ্রিত কাউর, ২০১৭-১৮ মৌসুমের সেরা স্মৃতি মান্ধানা।

আগামী মঙ্গলবার বেঙ্গালুরুতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবার দুই মৌসুমের পুরস্কার একসঙ্গে দিচ্ছে বিসিসিআই। এই দুই বারের আগে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমেও পলি উমরিগর অ্যাওয়ার্ড জিতেছিলেন কোহলি। টানা চারবারের আগে জিতেছেন আরও একবার, ২০১১-১২ মৌসুমে।

মাঝে ২০১২-১৩ মৌসুমে জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন, ২০১৩-১৪ মৌসুমে ভুবনেশ্বর কুমার।

২০১৭-১৮ মৌসুমে টেস্টে ৮৯.৬০ গড়ে ৮৯৬ রান করেছেন কোহলি, ওয়ানডেতে করেছেন ৯১ গড়ে ১ হাজার ১ রান।

বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিনি দুই নম্বর, ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তার নেতৃত্বে ভারত উঠেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। ওয়ানডেতে ভারত ছিল শীর্ষে, এখন দুই নম্বরে।

সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন সাবেক ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়।