রুবেলের শাস্তি

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় শাস্তি পেয়েছেন রুবেল হোসেন। তিরস্কার করা হয়েছে বাংলাদেশের এই পেসারকে। সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2018, 01:58 PM
Updated : 6 June 2018, 01:58 PM

দেরাদুনে গত মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার সাড়া না দিলে অসন্তোষ প্রকাশ করেন রুবেল। একাদশ ওভারে সেই ঘটনায়ই শাস্তি পেয়েছেন অভিজ্ঞ এই পেসার। 

সামিউল্লাহ শেনওয়ারির বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করে বাংলাদেশ। তাতে আম্পায়ার সাড়া না দিলে মাথা ঝাঁকিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে নিজের অসন্তোষ জানান রুবেল।

ম্যাচ শেষে নিজের দোষ স্বীকার করে নেন রুবেল। মেনে নেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি। তাই আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।