পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

যেন দুঃসময়ের মেঘ ফুঁড়ে এক চিলতে সোনা রোদের ঝলকানি। টানা হারের চক্রে থাকা বাংলাদেশের মেয়েরা অবশেষে ছিঁড়তে পেরেছে বলয়। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2018, 05:25 AM
Updated : 4 June 2018, 05:42 AM

মালেশিয়ায় মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

কুয়ালালামপুরে সোমবার পাকিস্তানকে ৯৫ রানে আটকে রেখে বাংলাদেশ জিতে যায় ১৩ বল বাকি রেখে। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ রান গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের পথ গড়ে দিয়েছে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। শুরু থেকে কখনোই গতি পায়নি পাকিস্তানের ইনিংস। উইকেটও পড়েছে নিয়মিত। ৫৭ রানে তারা যখন ৫ উইকেট হারায়, ইনিংসের তখন ১৪তম ওভার!

অভিজ্ঞ সানা মিরের অপরাজিত ২১ রান সেখান থেকে পাকিস্তানকে নিয়ে যায় একশর কাছে।

২৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। আগের দিন ১৩ রানে ৩ উইকেট নেওয়া খাদিজা তুল কবরা এদিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। ১৮ রানে একটি উইকেট ফাহিমা খাতুনের।

বাংলাদেশের ব্যাটিংয়ের সাম্প্রতিক যা অবস্থা, তাতে এই রান তাড়াও শঙ্কার জায়গা ছিল যথেষ্টই। শুরুটা যথারীতি ছিল বাজে। আয়েশা রহমান ও ফারজানা হক ফিরে যান অল্প রানেই।

সেখান থেকেই দলকে জয়ের পথে নিয়ে যান এমন তিনজন, যাদের দিকে এমনিতে নজর থাকে কমই।

ওপেনার শামিমা সুলতানা করেছেন ৩৩ বলে ৩১। পাঁচে নেমে নিগার সুলতানা অপরাজিত ৩১ রানে। ফাহিমা খেলেছেন ১৯ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তাতেই ধরা দিয়েছে জয়। বেঁচে রইল ফাইনালের স্বপ্নও।

১ উইকেটের পর ২৩ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা ফাহিমা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ২০ ওভারে ৯৫/৫ (নাহিদা ১৩, মুনিবা ৭, বিসমাহ ১১, জাভেরিয়া ১৮, নিদা ১৭*, কাইনাত ৩, সানা ২১*; জাহানারা ০/৮, সালমা ১/২৫, নাহিদা ২/২৩, খাদিজা ০/১৩, ফাহিমা ১/১৮, রুমানা ১/৬)।

বাংলাদেশ: ১৭.৫ ওভারে ৯৬/৩ (শামিমা ৩১, আয়েশা ৫, ফারজানা ২, নিগার ৩১*, ফাহিমা ২৩*; আনাম ১/৯, সানা ০/২০, নাশরা ১/১৮, বিসমাহ ০/৮, নিদা ১/২৮, কাইনাত ০/১১)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফাহিমা খাতুন