পাকিস্তানকে তিন দিনেই উড়িয়ে দিল ইংল্যান্ড

প্রথম ইনিংসের চেয়ে আরও ক্ষুরধার হলো ইংল্যান্ডের বোলিং। আর দুর্দশা বাড়লো পাকিস্তানী ব্যাটিংয়ের। ম্যাচ হলো তাই এক তরফা। তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড। ড্রয়ে শেষ হলো দুই ম্যাচের সিরিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2018, 04:27 PM
Updated : 3 June 2018, 04:28 PM

হেডিংলি টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ৫৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৮৯ রানে পিছিয়ে থাকা পাকিস্তান রোববার দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৩৪ রানেই।

দিনের শুরুতে ইংল্যান্ড প্রথম ইনিংসের লিড দুশর কাছাকাছি নিতে পারে জস বাটলারের ব্যাটে। লোয়ার অর্ডারদের নিয়ে দুর্দান্ত খেলে লিড বাড়ান বাটলার।

বাটলার দিন শুরু করেছিলেন ৩৪ রান নিয়ে। এদিন ওয়ানডের গতিতে খেলে অপরাজিত থাকেন ৮০ রানে। ১১ টি চারের পাশে মারেন দুটি ছক্কা। ইংল্যান্ড পায় ১৮৯ রানের লিড।

বড় লিডে উজ্জীবিত ইংলিশ বোলাররা শুরু থেকেই বিপাকে ফেলে দেয় পাকিস্তানকে। নতুন বলে জেমস অ্যান্ডারসন ফেরান আজহার আলি ও হারিস সোহেলকে। স্টুয়ার্ট ব্রডের শিকার চারে নামা আসাদ শফিক।

৪২ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেটে ৪২ রানের জুটি গড়েন ইমাম-উল-হক ও উসমান সালাউদ্দিন। ব্যাট হাতে নজর কাড়া ডমিনিক বেস তার বোলিং সামর্থ্য জানান দেন তখনই। নিজের প্রথম ওভারেই ফেরান ইমামকে।

পাকিস্তানী ব্যাটিং ভেঙে পড়ে এরপরই। এক প্রান্তে কেবল প্রতিরোধ গড়েছিলেন অভিষিক্ত সালাউদ্দিন। ৩৩ রানে তাকেও ফেরান অফ স্পিনার বেস। শেষ দুটি উইকেট নিয়ে স্টুয়ার্ট ব্রড শেষ করেন সফলতম বোলার হিসেবে।

অপরাজিত ৮০ রানের ইনিংসটায় ম্যাচের সেরা বাটলার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৭৪

ইংল্যান্ড ১ম ইনিংস: ১০৬.২ ওভারে ৩৬৩ (আগের দিন ৩০২/৭) (বাটলার ৮০*, কারান ২০, ব্রড ২, অ্যান্ডারসন ৫; আমির ২/৭২, আব্বাস ২/৭৮, হাসান ২/৮২, ফাহিম ৩/৬০, শাদাব ১/৫০)।

পাকিস্তান ২য় ইনিংস: ৪৬ ওভারে ১৩৪ (আজহার ১১, ইমাম ৩৪, সোহেল ৮, শফিক ৫, সালাউদ্দিন ৩৩, সরফরাজ ৮, শাদাব ৪, ফাহিম ৩, আমির ৭*, হাসান ৯, আব্বাস ১; অ্যান্ডারসন ২/৩৫, ব্রড ৩/২৮, কারান ১/১০, ওকস ১/১৮, বেস ৩/৩৩)।                        

ফল: ইংল্যান্ড ইনিংস ও ৫৫ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ ড্র

ম্যান অব দা ম্যাচ: জস বাটলার

ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ আব্বাস