হালকা চোটে বিশ্রামে মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2018 05:18 PM BdST Updated: 27 May 2018 05:18 PM BdST
আইপিএল থেকে ফিরে শনিবার বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে ফেরেননি কোনো সুখবর নিয়ে। বয়ে এনেছেন চোট। সেই চোট অবশ্য গুরুতর কিছু নয়। বিশ্রামেই ঠিক হবে বলে আশা ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের।
শনিবার অনুশীলনে যোগ দিয়ে ফিটনেস ট্রেনিংসহ নিয়মিত কাজগুলো করেছেন মুস্তাফিজ। ম্যাচের মতো করে খেলা অনুশীলনে বোলিংও করেছেন। তবে শতভাগ ফিট ছিলেন না।
রোববার সফরপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ালশ জানালেন মুস্তাফিজের চোটের খবর, যদিও খুব শঙ্কার কিছু দেখছেন না কোচ।
“এই মুহূর্তে ওর পায়ের অগ্রভাগে সামান্য সমস্যা আছে। আইপিএলে সে পায়ের আঙুলে একটু আঘাত পেয়েছে। গতকাল সে যখন রিপোর্ট করেছে, শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হলো, এটা কাঁধের চোট নয়, স্রেফ পায়ের অগ্রভাগ।”
“আমরা ওকে দিন দুয়েকের বিশ্রাম দিয়েছি। আমরা চাই, ভারতে সে নিজের পুরোটা দিয়ে জ্বলে উঠুক। সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ের গতিও ফিরে আসছে। আমার ধারণা, ভারতে সে ভালো করবে।”
মুস্তাফিজকে নিয়ে আশা তো আছেই, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ালশের সুনির্দিষ্ট চাওয়া আছে বোলিং আক্রমণের সবার কাছেই।
“বোলারদের এগিয়ে আসতে হবে, শুধু রুবেল বা ফিজ নয়। যে পেস বোলারকেই ব্যবহার করা হবে, আমরা চাই তারা ভালো করুক। স্পিনারদেরও ধারাবাহিক হতে হবে।”
খুব বাজে কিছু না হলে মঙ্গলবার দলের সঙ্গেই দেরাদুনে রওনা হবেন মুস্তাফিজ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩ জুন।
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল