ব্যাটিংয়ের দেখভালে সিনিয়ররাই

ব্যাটিং কোচ নেই। ভারপ্রাপ্ত প্রধান কোচ মূলত বোলিং কোচ। দেশি কোচিং স্টাফদের মধ্যে নেই ব্যাটিং প্রধান কেউ। গত সিরিজে ব্যাটিং সামলেছেন যিনি, হাই পারফরম্যান্সের প্রধান কোচ সাইমন হেলমট ব্যস্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আফগানিস্তান সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্বে ছিল না কোনো ব্যাটিং কোচ। দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন তাই সিনিয়র ক্রিকেটাররাই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 11:10 AM
Updated : 27 May 2018, 11:12 AM

আফগানিস্তান সিরিজের প্রস্তুতি ক্যাম্প যেদিন শুরু হয়, সেদিনই এটি নিয়ে ড্রেসিং রুমে কথা বলেছেন দলের সিনিয়র ক্রিকেটাররা। ঘাটতিটাকেই তারা দেখেছেন সুযোগ হিসেবে। নিজেদের দায়িত্ববোধ প্রমাণের সুযোগ।

রোববার সফরপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের সেই দায়িত্ব নেওয়ার কথা জানালেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ।

“যেদিন আমাদের ক্যাম্প শুরু হয়, আমরা সবাই একসঙ্গে বসি, মাশরাফি ভাই ছিলেন, তামিম, মুশফিক ছিল, এমনকি ব্যাটসম্যানদের গ্রুপে যারা ছিল, সবাই আমরা নিজেরা কথা বলেছি এটা নিয়ে। আমরা মনে করেছি যে এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ যে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কতটা এগোতে পারি। দারুণ সুযোগ।”

সিনিয়রদের পাশাপাশি ওয়ালশসহ কোচিং স্টাফের অন্যরাও সাহায্য করেছেন ব্যাটসম্যানদের।

“মাস্টার (ওয়ালশ) আছেন, সুজন ভাই আছেন, উনারা সাহায্য করছেন। সেদিন আমি নেট ব্যটিংয়ের সময় একটু বেশি জোরে মারার চেষ্টা করছিলাম। তখন মাস্টার এসে বললেন যে, ‘তুমি নিজের টাইমিংয়ের ওপরই নির্ভর করো। সম্ভবত বেশি জোরে মারতে চেয়ে গ্রিপ শক্ত করে ধরছো।”

“তো এ ধরণের ছোটখাটো পরামর্শ উনিও দিচ্ছেন। আমার কাজেও লেগেছে। বাকিটা আমাদের নিজেদের ব্যাপার। দায়িত্ব নিয়ে ওভাবে পারফর্ম করতে হবে।”

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল দেরদুনে যাবে আগামী মঙ্গলবার।