পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই শুরু সালমাদের

পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে বাংলাদেশের। গ্রুপ পর্বে সালমা খাতুনদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 02:20 PM
Updated : 23 May 2018, 02:21 PM

৭ থেকে ১৪ জুলাই নেদারল্যান্ডসে হবে ৮ দলের বাছাই পর্ব। সেরা দুই দল খেলবে ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে।

অন্য গ্রুপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গী থাইল্যান্ড ও উগান্ডা। এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ পাবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা।

৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। ৭ জুলাই খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। পর দিন সালমারা মুখোমুখি হবে খেলবে স্বাগতিক নেদারল্যান্ডসের।

১০ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১২ জুলাই হবে সেমি-ফাইনাল দুটি।