ফাইনালের প্রথম সুযোগ হারাল সাকিবরা

ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও বেশিদূর যেতে পারলেন না সাকিব আল হাসান। বোলিংয়ে প্রথম ওভারটা ভালো হলেও পরেরটা হয়ে গেল খরুচে। ব্যাটে বলে তার ব্যর্থতার দিনে ফাইনালে উঠার প্রথম লড়াইয়ে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। দুর্দান্ত এক ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে নিয়ে গেছেন ফাফ দু প্লেসি।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 05:27 PM
Updated : 22 May 2018, 05:27 PM

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ২ উইকেটে জিতেছে চেন্নাই। ১৪০ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় দলটি।

পাঁচে নেমে ১০ বলে ১২ রান করে ফিরেন সাকিব। দেরিতে বোলিংয়ে এসে দুই ওভারে ২০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।  

রান তাড়ায় শূন্য রানে শেন ওয়াটসনকে হারায় চেন্নাই। চতুর্থ ওভারে পরপর দুই বলে সুরেশ রায়না ও অম্বাতি রাইডুকে ফিরিয়ে দেন উদয় কাউল।

অষ্টম ওভারে বোলিংয়ে এসে বড় এক ধাক্কা দেন রশিদ খান। গুগলিতে বোল্ড করে দেন মহেন্দ্র সিং ধোনিকে। আফগান লেগ স্পিনার রশিদ পরে বিদায় করেন ডোয়াইন ব্রাভোকে।

৬২ রানে ৬ উইকেট হারানো চেন্নাইকে পথ দেখান দু প্লেসি। শেষ ৩ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৪৩ রান। ১৩ বলেই সেই রান তুলে ফেলে চেন্নাই।

শেষ দিকে তাকে দারুণ সহায়তা করেন শার্দুল ঠাকুর। ১০ নম্বরে নেমে খেলেন ৫ বলে অপরাজিত ১৫ রানের মহামূল্য এক ইনিংস।

ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে ফেরা ওপেনার দু প্লেসি করেন ৬৭ রান। তার ৪২ বলের ইনিংসে ৫টি চারের ছক্কা চারটি।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই শিখর ধাওয়ানকে হারায় হায়দরাবাদ। আরেক ওপেনার শ্রীভাটস গোস্বামী যেতে পারেননি বেশি দূর।

ছন্দে থাকা কেন উইলিয়ামসন (১৫ বলে ২৪) ফিরে যান শুরু করেছিলেন দারুণ। অধিনায়ক ফিরে যান বাজে এক শটে। প্রমোশন পেয়ে পাঁচে নেমে দারুণ শুরু করেন সাকিব। মুখোমুখি হওয়া প্রথম বলেই হাঁকান বাউন্ডারি।

সাকিবও নিজের ইনিংস বড় করতে পারেননি। দুই অঙ্ক ছুঁয়ে মেরে ফিরে যান ব্রাভোর বলে কট বিহাইন্ড হয়ে।

৬৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো হায়দরাবাদ লড়াইয়ের পুঁজি পায় ইউসুফ পাঠান (২৪) ও কার্লোস ব্র্যাথওয়েটের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চার ছক্কা আর এক চারে ২৯ বলে খেলেন অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংস।

২৫ রানে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার ব্রাভো।

আগামী রোববার মুম্বাইয়ে হবে ফাইনাল। বুধবার এলিমিনেটর ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে হায়দরাবাদের সঙ্গে।