ইংল্যান্ড টেস্ট দলে নতুন মুখ ডমিনিক বেস, ফিরলেন বাটলার

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ ডমিনিক বেস। দলে ফিরেছেন চলতি মৌসুমে কোনো প্রথম শ্রেণির ম্যাচ না খেলা জস বাটলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 06:25 PM
Updated : 15 May 2018, 06:25 PM

নেটে আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন বাঁহাতি স্পিনার মাইকেল লিচ। তার জায়গায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী অফ স্পিনার বেস।

২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে সবশেষ টেস্ট খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান বাটলার। চলমান আইপিএলে আছেন দারুণ ছন্দে। রাজস্থান রয়্যালসের হয়ে প্রমোশন পেয়ে ওপেন করতে নেমে টানা পাঁচ ম্যাচে করেছেন ফিফটি।

ইংল্যান্ডের নতুন জাতীয় নির্বাচক এড স্মিথ মনে করেন ২৭ বছর বয়সী বাটলারকে টেস্টে ফেরানোর এটাই সঠিক সময়। টেস্টে কিপিং করবেন জনি বেয়ারস্টো, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সাতে খেলবেন বাটলার।

চ্যাম্পিয়নশিপে ডাবল সেঞ্চুরি করেও টেস্ট দলে জায়গা ধরে রাখতে পারেননি জেমস ভিন্স। পাকিস্তানের বিপক্ষে তিনে ব্যাট করবেন অধিনায়ক জো রুট, চারে ডাভিড মালান। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের একাদশে জায়গা হারানো অফ স্পিনিং অলরাউন্ডার মইন আলি বাদ পড়েছেন দল থেকে।

আগামী ২৪ মে লর্ডসে শুরু হবে প্রথম টেস্ট। হেডিংলিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১ জুন।

প্রথম টেস্টের ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক, মার্ক স্টোনম্যান, ডাভিড মালান, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ডমিনিক বেস।