জ্যামাইকায় ১৪ বছর পর বাংলাদেশের টেস্ট

প্রথমবারের মতো অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ১৪ বছর পর জ্যামাইকার স্যাবিনা পার্কে টেস্ট খেলবে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 05:53 PM
Updated : 15 May 2018, 06:17 PM

২০১৪ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। এবার দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

আগামী জুলাই-অগাস্টের সফরে অ্যান্টিগায় প্রথম এবং জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে সাকিব আল হাসানের দল। ৪ জুলাই প্রথম টেস্ট শুরুর আগে অতিথিরা অ্যান্টিগায় খেলবে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ।

২০০৪ সালের জুনে জ্যামাইকায় নিজেদের একমাত্র টেস্টটি খেলে বাংলাদেশ। সেই ম্যাচে ইনিংস ও ৯৯ রানে হারে অতিথিরা। 

গায়ানায় ২২ ও ২৫ জুলাই হবে প্রথম দুটি ওয়ানডে। ২৮ জুলাই সেন্ট কিটসে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। একই ভেন্যুতে ৩১ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি।

৪ ও ৫ অগাস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ দুটি টি-টোয়েন্টি খেলবে সাকিবের দল।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি:

খেলা

তারিখ

ভেন্যু

প্রথম টেস্ট

৪-৮ জুলাই

অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট

১২-১৬ জুলাই

জ্যামাইকা

প্রথম ওয়ানডে

২২ জুলাই

গায়ানা

দ্বিতীয় ওয়ানডে

২৫ জুলাই

গায়ানা

তৃতীয় ওয়ানডে

২৮ জুলাই

সেন্ট কিটস

প্রথম টি-টোয়েন্টি

৩১ জুলাই

সেন্ট কিটস

দ্বিতীয় টি-টোয়েন্টি

৪ অগাস্ট

ফ্লোরিডা

তৃতীয় টি-টোয়েন্টি

৫ অগাস্ট

ফ্লোরিডা