দ. আফ্রিকায় রুমানাদের আরেকটি বিব্রতকর হার

প্রথম ওয়ানডেতে প্রথমবারের মতো একশ রানে হারের অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের মেয়েদের। চতুর্থ ওয়ানডেতে সেই ব্যবধান ছাড়িয়ে ছুঁয়েছে দেড়শ। দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে রুমানা আহমেদের দল হেরেছে ১৫৪ রানে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 03:04 PM
Updated : 11 May 2018, 03:14 PM

ওয়ানডেতে রানের দিক থেকে এটাই বাংলাদেশের মেয়েদের সবচেয়ে পরাজয়। ৫ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

কিম্বার্লির ডায়মন্ড ওভালে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ৩৩ ওভার ২ বলে গুটিয়ে যায় ৭৬ রানে।

লরা উলভার্টের সঙ্গে ৭২ রানের জুটিতে স্বাগতিকদের ভালো শুরু এনে দেন লিজেলি লি। ৩২ রান করা উলভার্টকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন নাহিদা আক্তার।

ত্রিশা ছেট্টির সঙ্গে ৪৮ রানের আরেকটি জুটি উপহার দিয়ে ফিরেন লি। ১০২ বলে খেলা তার ৭০ রানের ইনিংসটি গড়া ৯টি চারে।

লির বিদায়ের পর কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। ড্যান ফন নিকার্কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া ক্লোয়ি ট্রায়নের ৪২ বলে খেলা ৬০ রানের ইনিংসে দুইশ ছাড়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।

বাংলাদেশের নাহিদা ও জাহানারা আলম নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় দ্বিতীয় ওভারে ফিরে যান সানজিদা ইসলাম। অতিথিরা গড়তে পারেনি তেমন কোনো জুটি। দায়িত্ব নিয়ে কেউ এগিয়ে নিতে পারেননি দলকে।

টানা দুটি শূন্যর পর রানের দেখা পান ফারজানা হক। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২২ রান। শামীমা সুলতানা করেন ১৭ রান। এছাড়া দুই অঙ্কে যান কেবল ওপেনার শারমিন সুলতানা (১১)। অতিথিরা শেষ ৪ উইকেট হারায় ২ রানে।

প্রথম ওয়ানডেতে ১৬৪ রান করার পর এ নিয়ে টানা তিন ইনিংসে তিন অঙ্কে যেতে ব্যর্থ হল বাংলাদেশ। মাঝে ৯ উইকেটে হারা দুই ম্যাচে ৮৯ ও ৭১ রানে গুটিয়ে যায় রুমানার দল।

ব্লুমফন্টেইনে আগামী সোমবার হবে পঞ্চম ও শেষ ওয়ানডে। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।