আইরিশদের টেস্ট অভিষেকের দিনে বৃষ্টির বাগড়া

বৃ্ষ্টির সঙ্গে আইরিশ ক্রিকেটের শত্রুতা বরাবরেই। নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম গৌরবময় দিনটিতেও বাগড়া দিল সেই বৃ্ষ্টি। আয়ারল্যান্ডের টেস্ট অভিষেকের প্রথম দিনটি ভেসে গেছে বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 02:47 PM
Updated : 11 May 2018, 02:47 PM

২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল আইরিশ মেয়েরা। দেড় যুগ পর আয়ারল্যান্ডের ছেলেদের প্রথম টেস্টের প্রতিপক্ষও পাকিস্তান। তবে টেস্ট ক্রিকেটের স্বাদ পেতে আরও একটি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে উইলিয়াম পোর্টারফিল্ড, এড জয়েস, পল  স্টার্লিংদের।

শুক্রবার টানা বৃষ্টিতে ডাবলিনের ম্যালাহাইডে সবুজে ঘেরা দা ভিলেজ মাঠে টসই হতে পারেনি। ম্যাচটি তাই পরিণত হয়েছে চারদিনের টেস্টে। ফলো অন নির্ধারিত হবে ১৫০ রানের ব্যবধানে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের বাকি দিনগুলোয় বৃষ্টির শঙ্কা কম। আইরিশদের হতাশা তাই দ্বিতীয় দিনে দীর্ঘায়িত না হওয়ারই কথা।