রুমানাদের উড়িয়ে সিরিজ দ. আফ্রিকার

ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশের মেয়েরা বোলিংয়েও করতে পারেনি তেমন কিছু। রুমানা আহমেদের দলকে উড়িয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2018, 12:35 PM
Updated : 9 May 2018, 12:35 PM

তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৭২ রানের ছোট লক্ষ্য ২১৪ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

কিম্বার্লির ডায়মন্ড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬.৫ ওভারে ৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

২৬ রানে ৬ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের শঙ্কায় পড়ে বাংলাদেশ। নিগার সুলতার দৃঢ়তায় সর্বনিম্ন স্কোর (৬০) পেরিয়ে যায় বাংলাদেশ। ৩৩ রানে অপরাজিত থাকা নিগার ছাড়া দুই অঙ্কে যান কেবল পান্না ঘোষ (১২)।

১৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার আয়াবঙ্গা খাকা।

ওপেনার লিজেলি লির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৪ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৫১ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা লি। ১৫ রানে অপরাজিত থাকেন ত্রিশা ছেট্টি।

অতিথিদের হয়ে একমাত্র উইকেটটি নেন নাহিদা আক্তার (১/১৯)।

আগামী শুক্রবার একই মাঠে হবে চতুর্থ ওয়ানডে।